‘গম্বুজ আকৃতির’ হওয়ায় বাস শেল্টার ভেঙে ফেলার হুমকি বিজেপি সাংসদের

মাহমুদ উল্লাহ্‌

0
471
উপরে গম্বুজাকৃতি থাকায় যাত্রীছাউনিটি ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছে বিজেপি নেতা

ভারতের মাইসুরু-কোদাগু লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা; সম্প্রতি গম্বুজ আকৃতির বাস স্টপিজের নিচে লোক না নামানোর জন্য কর্তৃপক্ষকে সতর্ক করেছে। এবং তা ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে।

সিমহা হুমকি দিয়ে বলেছে যে, যদি সংশ্লিষ্ট প্রকৌশলীরা তা করতে ব্যর্থ হন, তাহলে সে নিজেই একটি বুলডোজার নিয়ে আসবে এবং মসজিদের মতো দেখতে বাস শেল্টারটি ধ্বংস করবে। সে মাইসুরুর একটি জনসাধারণের অনুষ্ঠানে বক্তৃতা করে, মাইসুরুর কৃষ্ণরাজা বিধানসভা কেন্দ্রের সীমানায় গম্বুজ আকৃতির বাস আশ্রয়কেন্দ্র নির্মাণের নিন্দা করে।

উগ্র সিমহা বলেছে, “যদি দুপাশে দুটি ছোট গম্বুজ সহ একটি বড় গম্বুজ কাঠামো থাকে তবে এটি একটি মসজিদ হিসাবে বিবেচিত হয়। আমি কাঠামোটি ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের তিন থেকে চার দিনের সময়সীমা দিয়েছি।
“যদি তারা এগুলো না ভাঙে, আমি নিজেই একটি জেসিবি নিয়ে সেগুলো নামিয়ে দেবো।”

হিন্দুত্ববাদীদের ইসলামবিদ্বেষ এতটাই গর্হিত পর্যায়ে পৌঁছে গেছে যে, তারা এখন আর ইসলাম ও মুসলিমের কোন চিহ্ন বা উপস্থিতিই সহ্য করতে পারছে না। গোটা ভারতের হিন্দু সমাজকেই তারা এই পর্যায়ে নিয়ে যাচ্ছে, আর উপমহাদেশকে নিয়ে যাচ্ছে মুসলিম গণহত্যা বাস্তবায়নের পথে।



তথ্যসূত্র:
——–
1. BJP MP Pratap Simha threatens to demolish ‘dome-shaped’ bus shelters in Mysuru
https://tinyurl.com/348766cd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় আশ-শাবাবের হামলা জোরদার: নিহত ৮ এরও বেশি
পরবর্তী নিবন্ধমুসলিম-বিদ্বেষী ভারতকে মানবাধিকার রেকর্ড উন্নত করার ‘ঠুনকো’ আহ্বান