পূর্ব উত্তর প্রদেশের কুশিনগর জেলায় গত ২৭শে মার্চ দুই মুসলিম কিশোরী নিখোঁজ হয়। নিখোঁজ মেয়েদের পরিবার এ ব্যাপারে অপহরণ মামলা দায়ের করতে চাইলেও, সেখানকার পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
ঘটনার প্রায় এক মাস পর গত ২৮ এপ্রিল গোরখপুর ডিভিশনের পুলিশ মহাপরিদর্শককে চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং মামলা দায়ের করার আহ্বান জানালেও, এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
তাদের পরিবারের দেওয়া তথ্য অনুসারে, ঐ নিখোঁজ মেয়েদের বয়স ছিল ১৫ বছর। তাদের একজন কুশিনগর জেলার, অন্যজন দেওরিয়া জেলার বাসিন্দা। তাদেরকে কুশিনগরের বুদ্ধ স্নাতকোত্তর কলেজে শেষ দেখা গিয়েছিল।
নিখোঁজ মেয়েদের একজনের বাবা ওয়ালিমুল্লাহ খান বলেছেন, ‘আমাদের সন্দেহ যে, মানব পাচারকারী চক্রের মাধ্যমে তাদের অপহরণ করা হয়েছে। কস্যা থানায় রিপোর্ট করার এক মাস পেরিয়ে গেলেও মামলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
উল্লেখ্য, ইতোপূর্বেও অনেক মুসলিম কিশোরী ও নারীকে অপহরণের ঘটনা ঘটেছে। মুসলিম মিররের এক রিপোর্ট অনুযায়ী, এভাবে অপহৃত মুসলিম মেয়েদের অনেককে হিন্দুরা ধর্ষণ করেছে। আবার অনেককে জোরপূর্বক হিন্দু বানিয়েছে। কাউকে হিন্দুদের ভাগওয়া জিহাদের অংশ হিসেবে বিয়ের নামে দিনের পর দিন ধর্ষণ করে মুসলিম নারীদের গর্ভবতী করেছে। কোনো ক্ষেত্রেই পুলিশ কোন ব্যবস্থা নেয় নি।
তথ্যসূত্র:
——
1/UP: Families Accuse Police of Inaction a Month After Alleged Abduction of Two Minor Girls
–https://tinyurl.com/23buve3b
2/Hundreds of Muslim girls being forced into converting to Hinduism in UP
–https://tinyurl.com/3vzhyn8s