বাসে নিজের সিট ছেড়ে না দেওয়ায় ভারতের তেলেঙ্গানায় এক হিন্দু সাব-ইন্সপেক্টর একজন মুসলিম ছাত্রীকে লাঞ্ছিত করেছে। ঘটনাটি ঘটেছে ১০ মে জাগতিয়াল শহরে। ২২ বছর বয়সী ভুক্তভোগী মুসলিম ছাত্রীর নাম শাইক ফাতিমা।
অভিযুক্ত এসআই এর স্ত্রী বাসে উঠে বোরকা পরিহিত ঐ মুসলিম ছাত্রীকে তার সিট খালি করে দিতে বলে। ফাতিমা নিজের সিট ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে, ঐ মহিলা তার স্বামী এসআই অনীলকে ফোন করে।
জগতিয়াল গ্রামীণ থানার এসআই অনিল কুমার আরও কিছু কনস্টেবলকে সাথে নিয়ে ঐ বাসের পথ রোধ করে। এরপর বাসে উঠে ফাতিমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পাশাপাশি, ইসলাম ও মুসলিমদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
মুসলিম ছাত্রীটি জানিয়েছেন, যখন সে তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও রেকর্ড করছিল, তখন এসআই অকথ্য গালিগালাজ করে তার ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ঐ সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জাগতিয়ালে মুসলিমরা তীব্র প্রতিবাদ জানায়। পরবর্তিতে এসআই অনীল এবং তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তথ্যসূত্র:
——-
1/Telangana cop booked for assaulting Muslim woman for ‘not giving seat’
https://tinyurl.com/ypv2ccxv
2/a Muslim girl who was travelling in RTC bus with her mother was assaulted by SI Anil Kumar in Jagtial.
https://tinyurl.com/bdepwvyk