হিন্দু ধর্ম প্রচারক ও বাবা বাগেশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী বলেছে ভারত একটি হিন্দু জাতি এবং অচিরেই তা ঘোষণা করা হবে।
বিহারে একটি অনুষ্ঠানে আধ্যাতিকতা সম্পর্কিত বক্তব্য দেওয়ার সময় ধীরেন্দ্র শাস্ত্রী ভারতকে একটি হিন্দু জাতি হিসাবে উল্লেখ করে। সে বলেছে, ‘একদিন এক সাধু আমাকে জিজ্ঞেস করেছে, আমি হিন্দু জাতির পক্ষে ওকালতি করছি, এটা কীভাবে সম্ভব? আমি তাকে বলেছিলাম, ভারত ইতোমধ্যেই একটি হিন্দু জাতি। অচিরেই তার ঘোষণা দেওয়া হবে।’
রাষ্ট্রীয় জনতা দলের জাতীয় মুখপাত্র বলেছে, ‘ধীরেন্দ্র শাস্ত্রীর পাটনা সফর সম্পর্কে আমাদের আশঙ্কা ছিল যে, সে সমাজের বিভিন্ন বৈষম্যের কথা বলবে ধর্মকে ভিত্তি করে। আমাদের আশঙ্কা সঠিক প্রমাণিত হয়েছে। সে পাটনায় এসেছিল বিজেপি এবং আরএসএস-এর রাজনৈতিক এজেন্ডা চালাতে।’
উল্লেখ্য, আগেও অনেক হিন্দু নেতারা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কথা বলেছে। এমনকি হিন্দু ধর্মগুরুরা ভারতের জন্য নতুন সংবিধান রচনার ঘোষণাও দিয়েছে। তারা এমন ভারত চায় যেখানে মুসলিমদের কোন অস্তিত্ব থাকবে না বা থাকলেও মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে।
অথচ, সেক্যুলার নেতারা বরাবরের মতোই মুসলিমদেরকে যুগ যুগ ধরে বোকা বানিয়ে আসছে যে, ভারতে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।
তথ্যসূত্র:
—–
1. ‘India already Hindu nation…’: Baba Bageshwar creates controversy in Bihar
–https://tinyurl.com/5yscmnk7