সিরিয়ার উত্তরাঞ্চলে সেপ্টেম্বরের শুরুতেই রাশিয়ান যুদ্ধবিমানগুলো থেকে পরিচালিত বিমান হামলায় বহু বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। শুধু উত্তর সিরিয়াতেই প্রাণ হারিয়েছে ৫ শিশু। উদ্বেগ রয়েছে যে, এই অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার বাড়ার সাথে সাথে আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে।
স্থানীয় সূত্রমতে, সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কুর্দি বিদ্রোহী গ্রুপ পিকেকে-এর সিরিয়ান শাখা ওয়াইপিজি এবং স্থানীয় আরব উপজাতিদের মাঝে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজ-জোর ছাড়াও উত্তরাঞ্চলীয় মানবিজেও উপজাতি আরব এবং ওয়াইপিজির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এসব সংঘর্ষের সময় আরব উপজাতি দলগুলো কুখ্যাত আসাদ সরকারের সামরিক কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করছেন। দখলদার রাশিয়া ও আসাদ সরকারের বাহিনীও পরবর্তীতে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে যে, মানবিজ এবং দেইর ইজ-জোরে যখন আরব উপজাতিরা “ওয়াইপিজি” বিরুদ্ধে লড়ছে, তখন রাশিয়ান যুদ্ধবিমানগুলো মানবিজে আরব উপজাতিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এসময় রাশিয়ান যুদ্ধবিমানগুলো এই অঞ্চলের বেসামরিক নাগরিকদেরও লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।
#منبج : استشهاد عائلة كاملة في قرية #محسنلي جراء الغارات الغادرة من قبل طيران المحتل الروسي pic.twitter.com/rcqTLQ5JiP
— عامر هويدي (@DeryNews) September 1, 2023
হোয়াইট হেলমেট সংস্থার সূত্রে জানা গেছে, রাশিয়ার যুদ্ধবিমান গত ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে পূর্ব আলেপ্পোর মানবিজ শহরে বিমান হামলা চালানো শুরু করেছে। এদিন অঞ্চলটির মাহসানলি গ্রামে রাশিয়ান বোমা হামলায় একই পরিবারের ৫ শিশু নিহত এবং আরও ৬ শিশু আহত হওয়ার পাশাপাশি একজন মহিলা ও একজন পুরুষ আহত হয়েছেন।
ইদলিবের বেলিউইন এলাকাতেও এদিন বিমান হামলা চালিয়েছে রাশিয়া।