ফিলিস্তিনে ইসরাইলি আগ্রসন, এক দিনে নিহত ৬ মুসলিম

- ইউসুফ আল-হাসান

0
292
নিহত ছয় ফিলিস্তিনি যুবক, ছবি: ডোম মুসলিম।

অধিকৃত ফিলিস্তিনে আবারও বড় পরিসরে বর্বরতম আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি হামলায় এক দিনেই ৬ জন ফিলিস্তিনি মুসলিম নিহত হয়েছেন; আর গত এক সপ্তাহে পশ্চীম তীর ও গাজায় প্রাণ ঝরেছে অন্তত ১০ মুসলিমদের। এনিয়ে চলতি বছর ইসরাইলি আগ্রসনের শিকার হয়ে নিহত মুসলিমদের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ৪ যুবককে গুলি করে খুন করে দখলদার ইসরাইলি বাহিনী; আহত করে অন্তত ৩০ জনকে।

পরদিন সকালেই আবার জেরিকো শহরে অভিযান চালিয়ে আরও এক ফিলিস্তিনি মুসলিমকে খুন করেছে ইহুদি বাহিনী। এ সময় গ্রেফতার করা হয় অপর ২০ ফিলিস্তিনিকে।

ঐ একই দিনে ইসরাইলি দখলদারিত্ব ও আগ্রাসনের প্রতিবাদে গাজায় অনুষ্ঠিত হয় প্রতিবাদী বিক্ষোভ মিছিল। এ সময় তাদের ওপর চড়াও হয়ে এক যুবককে গুলি করে খুন করে দখলদার বাহিনী।
ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরে এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর গাজায় বিস্ফোরণ ঘটিয়ে আরও ৪ ফিলিস্তিনিকে খুন করেছে ইসরাইলি বাহিনী।

দখলদার ইসরাইল এমন সময় এসব হামলা চালাচ্ছে, যখন শত শত ইহুদি পবিত্র মসজিদ আল-আকসা প্রাঙ্গণে সেনা প্রহরায় প্রবেশ করে মসজিদটির পবিত্রতা লঙ্ঘন করছে। অন্যদিকে প্রতিনিয়ত পবিত্র আল-আকসাগামী মুসলিমদের বাধা দেওয়ার পাশাপাশি নির্যাতন চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী।



 

তথ্যসূত্র:

1. Six Palestinians killed by Israeli forces in West Bank and Gaza
https://tinyurl.com/4zbxzewm
2. Six Palestinians killed by Israeli forces in West Bank and Gaza
https://tinyurl.com/yrhcpd7e
3. Explosion near Gaza boundary wall kills five Palestinians
https://tinyurl.com/bdz635wf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজালাজদুদ রাজ্যের আরও ৭টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব
পরবর্তী নিবন্ধরাজস্থানে হিন্দুদের হামলায় আহত মুসলিম যুবকের মৃত্যু