ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৪ জানুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
198

দক্ষিণ গাজাকে ‘নিরাপদ এলাকা’ ঘোষণা দিয়েছিল ইসরায়েল। বলেছিল, উত্তর গাজা থেকে সরে দক্ষিণ গাজায় আশ্রয় নিতে। কিন্তু পরবর্তী সময়ে সন্ত্রাসী ইসরায়েল দক্ষিণ গাজাতেও বর্বরোচিত হামলা চালাতে শুরু করে। এখন জায়োনিস্ট মন্ত্রী ইয়্যুভ গাল্যান্ট বলেছে, দক্ষিণ গাজায় তাদের হামলা চলবে।

গত ২৪ ঘণ্টায় ১২৫ জন নিহত এবং ৩১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ায় এই বিষয়ে আলাপ করতে জায়োনিস্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট-এর সাথে সাক্ষাত করেছে মার্কিন কর্মকর্তা আমুস হোচস্টেইন।

দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২২,৪৩৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৫৭,৬১৪ জন।

৪ জানুয়ারি, ২০২৪ তারিখে দখলদার জায়োনিস্ট বাহিনীর উপর মুজাহিদদের পরিচালিত অভিযানসমূহের বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

মধ্য গাজার আল-মাগাঝি ক্যাম্পের পশ্চিমে এবং খান ইউনিসের উত্তরে মোট ৩টি মারকাভা ট্যাংক ধ্বংস করেছেন।
খান ইউনিসে দখলদার বাহিনী ও সামরিক যানের উপর মর্টার হামলা করেছেন।
মধ্য গাজার আল-নুসেইরাত ক্যাম্পের উত্তরে একটি বাড়িতে অবস্থান নেওয়া দখলদার পদাতিক বাহিনীর উপর একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে দখলদার সেনারা হতাহত হয়েছে।
মধ্য গাজার আল-মাগরাকা এলাকায় জায়োনিস্ট বাহিনীর মধ্যে একটি অ্যান্টি পার্সনেল বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন তাঁরা।
বুরেইজ ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন মর্টার হামলা চালিয়েছেন।
খান ইউনিসের আল-মাহাত্তা এবং আল-কাতিবা এলাকায় ইয়াসিন-১০৫ দিয়ে দুটি মারকাভা ট্যাংক আংশিকভাবে ধ্বংস করেছেন।
নুসেইরাত এবং খান ইউনিসে শত্রুবাহিনীর উপর মর্টার হামলা করেছেন।
গাজা শহরের তুফফাহ এলাকায় দখলদার বাহিনীর জটলায় আরপিজি দিয়ে হামলা করেছেন। এতে শত্রুরা হতাহত হয়েছে।
তুফফাহ এলাকায় দখলদার বাহিনীর আরেকটি দলকে মর্টার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।

আল-কুদস ব্রিগেড:

আল-বুরেইজ ক্যাম্পের পূর্বে আরপিজি দিয়ে দখলদার বাহিনীর দুটি সামরিক যান আংশিকভাবে ধ্বংস করেছেন।
আল-কাসসাম ব্রিগেডের সাথে এক যৌথ অভিযানে তুফফাহ এলাকায় দখলদার বাহিনীকে মর্টার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছেন।
খান ইউনিসে দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছেন।

মুজাহিদিন ব্রিগেড:

গাজা শহরের পশ্চিমে আল-শাতি এলাকায় দখলদার বাহিনীর সুরক্ষিত একটি দলের উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টি পার্সনেল বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছেন।
স্বল্প পাল্লার রকেট দিয়ে গাজা শহরে অবস্থানকারী দখলদার বাহিনী ও তাদের সামরিক যানের উপর হামলা চালিয়েছেন।

উমার আল-কাসেম ব্রিগেড:

আল-বুরেইজ এবং আল-মাগাঝি ক্যাম্পের পূর্ব দিকে দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন এই ব্রিগেডের মুজাহিদগণ। বুরেইজ ক্যাম্পে দখলদার বাহিনীর সামরিক যানের উপর একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন তাঁরা, এতে শত্রুসেনারা হতাহত হয়েছে।
মধ্য খান ইউনিসের মাহাতা এলাকায় দখলদার বাহিনীর সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন। একটি সামরিক যানে আরপিজি সফলভাবে আঘাত হেনেছে এবং শত্রুসেনারা হতাহত হয়েছে।

আল-আকসা শহীদি ব্রিগেড:

আল-বুরেইজ ক্যাম্পের পূর্বে দখলদার বাহিনীর সামরিক যানে আরপিজি দিয়ে আক্রমণ করেছেন আল-আকসা শহীদ ব্রিগেডের মুজাহিদগণ।
খান ইউনিসের কেন্দ্রে দখলদার বাহিনীর সাথে মেশিনগান ও আরপিজি দিয়ে লড়াই করেছেন।

আল-নাসের সালাহ আল-দ্বীন ব্রিগেড:

খান ইউনিসের দখলদার বাহিনীর সৈন্য ও সামরিক যানের উপর ৪টি ভারী শক্তিসম্পন্ন মর্টার নিক্ষেপ করেছেন এই ব্রিগেডের মুজাহিদগণ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে সামরিক ব্যারাকে মুজাহিদগণের অভিযান, নিহত ৯০ বুরকিনান সেনা
পরবর্তী নিবন্ধভিডিও || আল-কাসসাম ও সারায়া আল-কুদসের যৌথ মর্টার হামলা || ৩রা জানুয়ারি, ২০২৪