বছরব্যাপী টিআরএফের ৬৮ অভিযানে ১২০ ভারতীয় সেনা হতাহত

- আলী হাসনাত

0
803

কাশ্মীর ভিত্তিক স্বাধীনতাকামী দল TRF নিশ্চিত করেছে যে, দলটির যোদ্ধারা গত ২০২৩ ঈসায়ী সনে ভারত দখলকৃত জম্মু, কাশ্মীর, লাদাখ এবং রাজধানী দিল্লিতে প্রায় ৬৭টি সামরিক অভিযান পরিচালনা করছেন।

রেজিস্ট্যান্স মিডিয়া সূত্রে জানা যায়, স্বাধীনতাকামী দল TRF-এর যোদ্ধারা গত বছর ভারত জুড়ে ২৯টি গ্রেনেড আক্রমণ, ১৬টি টার্গেট কিলিং, ৯টি অ্যাম্বুশ সহ ১৩টি আইইডি বিস্ফোরণ ঘটিয়েছেন। দলটির বীরত্বপূর্ণ এসকল অভিযানে ভারতীয় সামরিক বাহিনীর সদস্য এবং বিজেপি সরকারের নেতা সহ অন্তত ১২০ জন হতাহত হয়েছে। এদের মাঝে উচ্চপদস্থ ৫ সামরিক কর্মকর্তা, ৪ রাজনীতিবিদ এবং গোয়েন্দা সংস্থার ৮ সদস্যও রয়েছে।

সূত্রমতে, TRF- এর অভিযানে হতাহতের ঘটনা ছাড়াও সামরিক বাহিনীর অনেক সাঁজোয়া যান, বাঙ্কার, ক্যাম্প এবং পুলিশ স্টেশন ধ্বংস হয়েছে।

স্বাধীনতাকামী দলটি তাদের বীরত্বপূর্ণ অভিযানগুলোর ২৫টি দক্ষিণ কাশ্মীরে এবং ২৪টি সেন্ট্রাল কাশ্মীরে চালিয়েছেন। আরও ৭টি অভিযান উত্তর কাশ্মীরে, ৫টি জম্মুতে, ৩টি লাদাখে, ২টি চেনাব উপত্যকায় এবং একটি রাজধানী দিল্লিতে চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের উপপ্রধান নিহত
পরবর্তী নিবন্ধভিডিও || আল-কাসসাম ব্রিগেড || ৪ জানুয়ারি, ২০২৪