ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ জানুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
321

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আকসা শহীদি হাসপাতালে নড়াচড়াকারী যেকোনো কিছুর উপর ড্রোন থেকে হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল।

গাজায় নিহত হয়েছে আরও দুইজন সাংবাদিক। সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স উইথআউট বর্ডারস-এর অ্যান্তনি বার্নার্ড বলেছে, “এটা ব্যাপক হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।” আল-জাজিরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছে।

দখলীকৃত পূর্ব জেরুজালেমের কাছে একটি চেকপয়েন্টে রুকায়া আহমেদ ওদেহ নামে ৪ বছর বয়সী এক ফিলিস্তিনি মেয়েকে হত্যা করেছে দখলদার বাহিনী।

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে আরও মামলা করার আহ্বান জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান।

জায়োনিস্ট বাহিনীর সামরিক প্রধান হারজি হালেবি বলেছে, সমগ্র বছর জুড়ে গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল!

সেভ দ্য চিলড্রেন বলেছে, গাজায় দৈনিক ১০ জনের বেশি শিশু অঙ্গপ্রত্যঙ্গ হারাচ্ছে।

দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত ২২,৮৩৫ জন ফিলিস্তিনি।

গত তিন মাসে মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধাদের হামলার বিবরণ:

৬৯টি রকেট হামলা
শত্রুদের অবস্থানে ৪৯টি মর্টার হামলা
২৭টি সামরিক যানে হামলা
৬ দখলদার সৈন্যকে স্নাইপার হামলা
জিরো ডিসটেন্স থেকে ৪৭টি সশস্ত্র সংঘর্ষ
৬টি জায়োনিস্ট সামরিক হেলিকপ্টারে হামলা
৩টি ড্রোন ভূপাতিত
১টি জায়োনিস্ট সামরিক যুদ্ধজাহাজে হামলা
অবরুদ্ধ শত্রুসেনাদের টার্গেট করে ৯টি হামলা
শত্রুদের দুটি নৌ ল্যান্ডিং অপারেশন ব্যর্থ করে দেওয়া

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্জন ও দেশে নিরাপত্তা ব্যবস্থায় উন্নয়নের সারসংক্ষেপ
পরবর্তী নিবন্ধকেনিয়ার উসমাদলি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব