• ইয়েমেনে আগ্রাসন শুরু করেছে সন্ত্রাসবাদী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাতের হামলায় তারা হুথি রাডার ইন্সটলেশনে তুমাহক ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। ইয়েমেনের আবস জেলার বিমানবন্দর, আল-দাইলামি বিমান ঘাঁটি, হুদেইদাহ বিমানবন্দরের নিকটে এবং তাইজিয়াহ জেলার তাইজ বিমানবন্দরে হামলা চালিয়েছে ব্রিটিশ-আমেরিকা জোট বাহিনী।
• জাতিসংঘ বলেছে, উত্তর গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক প্রধান মার্টিন গ্রিফফিথস বলেছে, গাজায় ইসরায়েলের অবিরাম সামরিক অপারেশনের মধ্যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
• পশ্চিম তীরে দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছে তিনজন ফিলিস্তিনি কিশোর।
• গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আল-আকসা শহীদি হাসপাতালে জেনারেটর চালানোর জন্য কোনো জ্বালানি অবশিষ্ট নেই। এ কারণে আইসিইউ এবং নার্সারি রোগীরা এখন মৃত্যু ঝুঁকিতে রয়েছে।
• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৩,৭০৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছে ৬০,০০৫ জনেরও বেশি।
• আল-কুদস ব্রিগেড জাবালিয়া আল-বালাদে দখলদার জায়োনিস্ট বাহিনীর দুটি সামরিক যানে তানডেম গোলা দিয়ে আঘাত করেছেন এবং শত্রুদের বিরুদ্ধে কাছাকাছি অবস্থান থেকে লড়াই করেছেন। এতে দখলদার বাহিনীর কতিপয় সৈন্য হতাহত হয়েছে।
• আল-আকসা শহীদি ব্রিগেড দখলদার বাহিনীর একটি ডি৯ বুলডোজারকে কাসাম-২ বিস্ফোরক দিয়ে ধ্বংস করেছেন। এছাড়া আল-বালাওনাহ এলাকায় অনুপ্রবেশের চেষ্টার সময় পদাতিক জায়োনিস্ট সৈন্যদের উপর তারিক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন।