এক বছরে ১০ লাখেরও অধিক আফগান অভিবাসীর স্বদেশ প্রত্যাবর্তন

- মাহমুদ ইকবাল

0
242

১০ লাখেরও অধিক আফগান অভিবাসী বিগত এক বছরে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবসন মন্ত্রী খালিদ রহমান হাক্কানী। ইমারতে ইসলামিয়া প্রত্যাবর্তনকৃতদের সাথে সৌহার্দপূর্ণ আচরণ করে তাদেরকে পুনর্বাসন সহায়তা প্রদান করে যাচ্ছে বলেও জানান তিনি।

উক্ত সভায় উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনের (ইউএনএইচসিআর) কর্মকর্তা শকো শিমোজাওয়া।

ফিরে আসা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখাতে জনাব হাক্কানী আহ্বান জানান। এক্ষেত্রে সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

আফগান অভিবাসী সংক্রান্ত সমস্যা বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাথে আলাপ করা হচ্ছে বলে জনাবা শিমোজাওয়া সভায় অবহিত করেন। পাকিস্তানে অভিবাসীদের পরিচয়পত্র নবায়ন করার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পরামর্শ দিয়েছেন বলেও তিনি অবগত করেন।



তথ্যসূত্র:

1. More than one million migrants have returned to the country in past year
http://tinyurl.com/3tn675y5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে আল-কায়েদার অভিযানে ৩ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৪শে জানুয়ারি, ২০২৪