জর্ডানে আমেরিকার ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত ৩৭ মার্কিন সেনা হতাহত

1
313

সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে দখলদার মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ মার্কিন সেনা নিহত এবং কমপক্ষে ৩৪ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।

সিএনএন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে উল্লেখ করেছে যে, গত রাতে জর্ডানে একটি ছোট মার্কিন ফাঁড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং ৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছে।

স্থানীয় সূত্রমতে, ড্রোন হামলাটি জর্ডানের টাওয়ার-22 নামের একটি মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। গাজায় জায়োনিস্ট ও তাদের মিত্রদের আক্রমণের পর এটিই মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে প্রথম কোনো সফল আক্রমণ, যাতে প্রায় ৩ ডজন মার্কিন সৈন্য হতাহত হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে যে, এই হামলায় ৩ সেনা নিহত এবং ২৫ সেনা আহত হয়েছে। পরে আহত সৈন্যের সংখ্যা ৩৪ বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে ইরাকের সশস্ত্র একটি দল “ইসলামিক রেজিস্ট্যান্স” এই হামলার দায় স্বীকার করেছে। দলটি ঘোষণা করেছে যে, “যদি আমেরিকা “ইসরায়েল”কে সমর্থন করতে থাকে, তবে এধরণের হামলা বৃদ্ধি পেতে থাকবে”।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল-কান্দাহার মহাসড়কে ২ টি ব্রীজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধউত্তর প্রদেশে মুঘল আমলের মসজিদে হিন্দুত্ববাদীদের হামলা