সোমালিয়ায় ১০টি শত্রু ঘাঁটিতে শাবাবের সামরিক অপারেশন

- ত্বহা আলী আদনান

0
360

বৈশ্বিক ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কায়েদার পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব। দলটি গত সপ্তাহের শেষ ২দিনে সোমালিয়া জুড়ে পশ্চিমা সমর্থিত বাহিনীর ৭টি এবং দখলদার বাহিনীর ৩টি ঘাঁটিতে সামরিক অপারেশন পরিচালনা করেছেন। এতে দখলদার সেনা সহ অসংখ্য সোমালি সৈন্য হতাহত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে শাহাদাহ এজেন্সি।

সূত্রমতে, হারাকাতুশ শাবাবের প্রতিরোধ যোদ্ধারা গত ৩০ জানুয়ারি, সোমালিয়ার রাজধানী মোগাদিশু সহ বে এবং জিযু (গেডো) রাজ্যে সোমালি বাহিনীর ৬টি ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন।

শাবাব মুজাহিদগণ এদিন তাদের প্রথম অভিযানটি চালিয়েছেন জিযু রাজ্যের আইলওয়াক শহরে। অভিযানটি দখলদার কেনিয়ান ও সোমালি বাহিনীর একটি যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এতে সামরিক ঘাঁটির বেশ কিছু অংশে ধ্বংস হয় এবং বিভিন্ন স্থানে বিস্ফোরণ থেকে তৈরি আগুন ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে শত্রু বাহিনীর জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিন সবচাইতে বেশি অভিযান পরিচালনা করেছেন দক্ষিণ সোমালিয়ার বে রাজ্যে। অভিযানগুলো এই রাজ্যের কানশাদির, বাইদোয়া, বারদালি এবং আউদিনালী শহরে অবস্থিত শত্রু বাহিনীর ৩টি সামরিক ঘাঁটি এবং ১টি চেকপয়েন্ট লক্ষ্য করে চালানো হয়েছে।

শাবাবের জোরালো অভিযানে শত্রু বাহিনীর ১টি চেকপয়েন্ট এবং ১টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যায় এবং অন্যগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলশ্রুতিতে অসংখ্য সৈন্য হতাহত হয় এবং অনেক সাঁজোয়া যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।

এমনিভাবে রাজধানী মোগাদিশুতে অবস্থিত সোমালি বাহিনীর সর্ববৃহৎ ও সবচাইতে সুরক্ষিত সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত “হেলনি” ঘাঁটিতেও আঘাত হানেন মুজাহিদগণ। ঘাঁটিটি লক্ষ্য করে মুজাহিদগণ বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। এই ঘটনায় বহু সংখ্যক সৈন্য হতাহত এবং সোমালি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

অপরদিকে গত ১লা জানুয়ারি বৃহস্পতিবার, রাজধানী মোগাদিশুতে শত্রু বাহিনীর ৩টি ঘাঁটিতে অভিযান চালিয়েছেন মুজাহিদগণ। অভিযানগুলো রাজধানীর শাবস, জাজিরা এবং দার-আস-সালাম শহরে চালানো হয়েছে। এতে শত্রু বাহিনীর বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক সৈন্য হতাহত হয়েছে।

এমনিভাবে শাবেলি রাজ্যের বারাওয়ী শহরেও এদিন ২টি অভিযান চালিয়েছেন মুজাহিদগণ। অভিযানগুলো দখলদার উগান্ডার সামরিক বাহিনী দ্বারা পরিচালিত ২টি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। অভিযানের ফলে সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও বেশ কিছু উগান্ডান সৈন্য হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট- ২ ফেব্রুয়ারি, ২০২৪
পরবর্তী নিবন্ধকাবুল-কান্দাহার মহাসড়ক সংলগ্ন আরো একটি ব্রীজের নির্মাণ কাজ সম্পন্ন