ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা, গাজায় জায়োনিস্ট দখলদারিত্বের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছেন। গত ৬ ফেব্রুয়ারি উপরোক্ত ২টি প্রতিরোধ বাহিনী তাদের যৌথ অভিযানের ১:৪৪ মিনিটের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, প্রতিরোধ যোদ্ধারা গাজার যুদ্ধ ফ্রন্টে জায়োনিস্ট দখলদারত্বের বিরুদ্ধে ব্যাপক রকেট ও মর্টার শেল নিক্ষেপ করছেন। এসকল রকেটের মধ্যে রয়েছে 107 মিমি Fadjr-1 রকেট, M91 শেল, 81mm HM-15 মর্টার, M61/M49A1 শেল ও 60mm HM-12/13 মর্টার।
ভিডিওটি দেখুন: