আফগানিস্তানে তালিবান কর্মকর্তারা আরও একটি মার্কিন ব্ল্যাকহক হেলিকপ্টার মেরামত করেছেন। তালেবান প্রকৌশলীরা সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়ার দক্ষতার সাথে হেলিকপ্টারটি মেরামত করেছেন। এটি এখন দেশটির প্রতিরক্ষা খ্যাতে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত।
উল্লেখ্য যে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি দখলদার বাহিনী তালেবান মুজাহিদদের প্রতিরোধের মুখে দেশটি থেকে পালিয়ে যায়। ওই সময় তারা ফেলে যায় দামী যুদ্ধাস্ত্র, সাঁজোয়া যান ও হেলিকপ্টার। তবে তারা যাওয়ার আগে এসবের বেশিরভাগই ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে।
তালিবানরা ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে এসব ক্ষতিগ্রস্ত অস্ত্র ও হেলিকপ্টার মেরামত করা শুরু করে। তালেবান প্রশাসন ইতোমধ্যে অন্তত ৭০টি হেলিকপ্টার মেরামত করেছেন। এগুলো এখন দেশটির বিমান বাহিনীতে ব্যাবহার করা হচ্ছে। এছাড়াও বেশি ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারগুলোতেও মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় সদ্য মেরামত করা ব্ল্যাকহক হেলিকপ্টারটির প্রথম উড্ডয়নের একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটিতে তালিবান কর্মকর্তাদের দ্বারা বেশ দক্ষতার সাথে হেলিকপ্টারটি উড্ডয়নের দৃশ্য প্রদর্শিত হয়েছে।
ভিডিওটি দেখুন-
তথ্যসূত্র:
1. د ملي دفاع وزارت د هوایي ځواک له لوري یوه امریکایي بلک هاک هلیکوپتر ترمیم او الوتنې ته چمتو شوه.
– http://tinyurl.com/56px4vet
2. Taliban repairs another American helicopter in Afghanistan
– http://tinyurl.com/ycxjjbr6
মা শা আল্লাহ। দিলটা প্রশান্তিতে ছেয়ে গেলো আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমারাহকে দ্রুত উন্নতি দান করুন। আমীন। ইয়া রব্বাল আলামীন।