ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

0
144

• উত্তর গাজায় ফিলিস্তিনিরা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। সেখানে কোনো আশ্রয়স্থান নেই।
• রাফাহ সীমান্তে দেয়াল নির্মাণ করছে মিশর। মিশরের দাবি এটিকে তারা ‘লজিস্টিক জোন’ হিসেবে তৈরি করছে।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৮,৯৮৫ জন ফিলিস্তিনি।
• ১৭ই ফেব্রুয়ারি ইসরায়েলি জায়োনিস্ট বাহিনীর উপর হামলার সংক্ষিপ্ত বিবরণ:

আল-কুদুস ব্রিগেড:
🔻 খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টার শেল নিক্ষেপ করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 খান ইউনিসের পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে কিছু সংখ্যক স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 খান ইউনিসের কেন্দ্রীয় এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে মেশিনগান ও ট্যাংক বিধ্বংসী গোলা নিয়ে যুদ্ধ করেছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমে একটি বাড়িতে অবস্থান করা জায়োনিস্ট বাহিনীর সাথে যুদ্ধ শেষে শত্রুদের থেকে সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেছেন।
🔻খান ইউনিসের কেন্দ্রে দখলদার বাহিনীর কমান্ড ও কন্ট্রোল অবস্থানে আল-কুদুস ব্রিগেডের সাথে যৌথ হামলায় ১২০মিমি মর্টার শেল নিক্ষেপ করেছেন।
🔻 উত্তর গাজায় দখলদার বাহিনীর অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করেছেন।
🔻 খান ইউনিসে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ও আরপিজি ব্যবহার করেছেন।
🔻 বেইত হানুন এলাকায় একটি কোয়াডকপ্টার ড্রোনে হামলা চালিয়ে এটি জব্দ করেছেন।
🔻 বেইত হানুনের পূর্বে জায়োনিস্ট অবস্থানে ৬০মিমি মর্টার হামলা করেছেন।
🔻 আসকালান ও জিকিমে কেএন-১০৩ রকেট হামলা করেছেন।
🔻 উমার আল-কাসেম বাহিনীর সাথে এক যৌথ অভিযানে গাজা শহরের দক্ষিণে জায়োনিস্ট সাপ্লাই লাইনের উপর রকেট হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরাইলি সেনাবাহিনীর একজন ব্যাটালিয়ন কমান্ডারসহ তিন সেনা নিহত হয়েছে
পরবর্তী নিবন্ধমধ্যরাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলায় ৬৭ নিহত জন