গাজায় ইসরাইলি সেনাবাহিনীর একজন ব্যাটালিয়ন কমান্ডারসহ তিন সেনা নিহত হয়েছে

0
132

গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি,২০২৪) দক্ষিণ গাজা উপত্যকায় আল কাসসামের সাথে যুদ্ধে একজন কমান্ডার এবং দুই সৈন্য নিহত হয়েছে। নিহত সেনারা হল— গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের ৬৩০তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল নেতানিয়েল ইয়াকুব এলকোবি (৩৬), মেজর (রিজার্ভ) ইয়ারির কোহেন (৩০) এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) জিভ চেন (২৭)। এ ঘটনায় আরও দুজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে।

টাইমস অফ ইসরাইলের প্রতিবেদন থেকে জানা যায়, খান ইউনিসের পূর্ব দিকে একটি ভবনে ইসরাইলি সেনারা অবস্থান করছিল, সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা বিস্ফোরণ ঘটান। এতেই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে তীব্র লড়াই চলছে।

বিবৃতিতে আইডিএফ স্বীকার করেছে যে, তাদের সাউদার্ন ব্রিগেডের ৬৩০ তম ব্যাটালিয়নের আরও দুজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে।

এদিন ইসরায়েলি সীমান্তবর্তী গ্রামে রকেট হামলার সাইরেন বেজে উঠতেও সোনা গেছে, তবে সেখানে কোন হতাহতের খবর জানায় নি ইসরায়েলি কতৃপক্ষ। উল্টো তারা এদিন অন্তত ৪০ জন হামাস সদস্যকে হত্যার দাবি করেছে।

তবে অতীতেও দেখা গেছে যে, গাজার সাধারণ বেসামরিক মানুষদের হত্যা করে তারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হত্যা করা হয়েছে বলে দাবি করছে।


তথ্যসূত্র:
http://tinyurl.com/3xwfv462

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস বুলেটিন || ফেব্রুয়ারি ২য় সপ্তাহ, ২০২৪ঈসায়ী
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪