ভারত সীমান্তের ভেতরে বাংলাদেশি কিশোরের গলাকাটা লাশ

0
108

সিলেটের কানাইঘাট উপজেলা-সংলগ্ন ভারত সীমান্তের ভেতরে মাসুম আহমদ (১৫) নামের বাংলাদেশি এক কিশোরের গলাকাটা লাশ পাওয়া গেছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারত সীমান্তের কয়েক গজ ভেতরে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

নিহত মাসুম কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে। স্বজনেরা জানান, গত ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী বাদশা বাজারে গিয়েছিল সে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে বাংলাদেশের বাসিন্দাদের জানায় ভারতের বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশের অংশ থেকে লাশটি দেখে শনাক্ত করেন মাসুমের স্বজনেরা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রথম আলোকে বলেন, নিহত কিশোরের পরিচয় পাওয়া গেছে। লাশটি বাংলাদেশে ফেরত আনতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, কাল শুক্রবার লাশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন। আইনি প্রক্রিয়া শেষে পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ইলিয়াছ হোসেন বলে, ‘স্থানীয় থানা–পুলিশ আমাদের ও বাংলাদেশ পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করে। পরে বাংলাদেশ পুলিশ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। মাসুম কীভাবে খুন হয়েছেন তা বলা যাচ্ছে না। এমনকি তার পরিবারও বলতে পারছেন না।’
নিহতের বাবা নুরুল হক বলেন, ‘মাসুমের লাশ বাড়িতে আনার পর শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানাজার পর গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়েছে। আমার ছেলেকে পরিকল্পিতভাবে অত্যন্ত পৈশাচিক কায়দায় হত্যা করে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্নকৃত ডান হাতটিও পাওয়া যায়নি। মাথার সামনে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ছেলের অর্ধগলিত বিকৃত লাশ দাফন করেছি।’

এর আগেও ভারত সীমান্তে এই ধরনের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের মার্চ মাসে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের পূর্ব গোবরাকুড়া এলাকায় ভারত সীমান্তের ভেতর থেকে সারোয়ার হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেলচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল।


তথ্যসূত্র:
১. ভারত সীমান্তের ভেতরে পড়ে আছে বাংলাদেশি কিশোরের গলাকাটা লাশ – http://tinyurl.com/wtfwnyam
২. ভারত সীমান্তে মিলল যুবকের গলা কাটা লাশ – http://tinyurl.com/262264kd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইন্টারনেটে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধবেনিনে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ৪ সেনা নিহত