ভিডিও || গাজার আল-জায়তুন এলাকায় প্রতিরোধের মুখে জায়োনিস্ট বাহিনী

2
319

ফিলিস্তিন ভিত্তিক ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড ২:১০ মিনিটের আরও একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, প্রতিরোধ যোদ্ধারা গাজা শহরের পূর্বে আল-জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

গাজায় জায়োনিস্ট আগ্রাসনের ১৪০ তম দিনে ধারণ করা ভিডিওটিতে প্রতিরোধ যোদ্ধাদের দেখা যায়, জায়োনিস্ট বাহিনী এবং তাদের মারকাভা ট্যাংকগুলো লক্ষ্য করে “আল-ইয়াসিন 105” ট্যান্ডেম রকেট সহ RPG-7 লঞ্চার ব্যবহার করেছেন। সেই সাথে জায়োনিস্ট বাহিনীর অবস্থান লক্ষ্য করে 120mm HM-16 মর্টার সঙ্গে M48 শেল এবং 60mm HM-14 মর্টার সঙ্গে M61 শেল নিক্ষেপ করছেন।

প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত এসকল অভিযানে অনেক জায়োনিস্ট সৈন্য হতাহত হয়। পরে ঘটনাস্থল থেকে জায়োনিস্ট সৈন্যদের সরিয়ে নিতে ইসরায়েলের একাধিক সামরিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারগুলোকে হস্তক্ষেপ করতে দেখা যায়।

ডাউনলোড লিংক: https://archive.org/details/1_20240224_20240224_1316

ভিডিওটি সরাসরি দেখুন:

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেনিনে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ৪ সেনা নিহত
পরবর্তী নিবন্ধএবার ভিকারুননিসায় ছাত্রীকে যৌন হয়রানি করেছে সিনিয়র শিক্ষক