ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩ মার্চ, ২০২৪

0
160

গাজা শহরের কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে ভুগে মারা গেছে ১৫ শিশু। অন্যান্য হাসপাতালে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে ইউনিসেফ।

মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য পৌঁছেছেন হামাসের প্রতিনিধি দল। একজন হামাস প্রতিনিধি জানিয়েছেন, “আগ্রাসন বন্ধ করতে এবং সাহায্য ও ত্রাণ প্রবেশকে জোরদার করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে আমরা খুব গুরুত্বের সাথে কাজ করছি।”

ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে তাদের কোনো প্রতিনিধি দল পাঠায়নি।

রাফাতে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।

দেইর আল-বালাহতে খাদ্যের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর আবারও হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এ হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এর আগে ২৯শে ফেব্রুয়ারিতে খাদ্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর জায়োনিস্ট বাহিনীর হামলায় কমপক্ষে ১১২ জন নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩০,৪১০ জন ফিলিস্তিনি।

• ৩ মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কুদুস ব্রিগেড:

🔻 একটি ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট সৈন্যরা। সেই ভবনে বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। তাছাড়া ২টি ইসরায়েলি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন। এতে বেশকিছু শত্রুসৈন্য হতাহত হয়েছে।

🔻 বেইত লাহিয়ার উত্তরপশ্চিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 গাজা শহরের নেতজারিম উপকণ্ঠে এবং জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনী ও তাদের সামরিক যানের অবস্থানে গোলাবর্ষণ করেছেন।

🔻 জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থান নেওয়া একটি ভবনে ১০৭মিমি গাইডেড মিসাই হামলা চালিয়েছেন। এতে কতিপয় জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।

🔻 আবু আলী মুস্তফা ব্রিগেডের সাথে একটি যৌথ অপারেশনে জায়োনিস্ট বাহিনীল বীইরি সেটেলমেন্ট (যে স্থান জায়োনিস্ট ইসরায়েলিরা দখল করে বসবাস করছে) এবং রাইম সেটেলমেন্টের ইসরায়েলি সামরিক হেডকোয়ার্টারে রকেট হামলা চালিয়েছেন।

🔻 জায়তুন এলাকার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সাপ্লাই চেইনে ১০৭মিমি রকেট হামলা চালিয়েছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 গাজা শহরের নেতজারিম উপকণ্ঠে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীকে অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন যোদ্ধারা। এসময় জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনগান এবং অ্যান্টি পার্সনেল যুদ্ধাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে কতিপয় জায়োনিস্ট সৈন্য হতাহত হয়েছে।

🔻জায়তুনের দক্ষিণাঞ্চলে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।

🔻 মধ্য গাজার পূর্বে আবু মিতিবাকের আশপাশে জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।

🔻 কেএন-১০৩ রকেট দিয়ে আসকালানে দখলদারদের উপর হামলা চালিয়েছেন।

নাসের সালাহ আদ-দ্বীন ব্রিগেড:

🔻 মধ্য গাজার পূর্বে রাইম সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছেন।

আবু আলী মুস্তফা ব্রিগেড:

🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ভারী মর্টার হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামে মুসলিম বিবাহ আইন বাতিল করলো হিন্দুত্ববাদী সরকার
পরবর্তী নিবন্ধতুষারে আটকে পড়া ৬০ জনকে দ্রুত উদ্ধার করল ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী