শাবাবের পাল্টা আক্রমণে ৩২ সোমালি সেনা হতাহত

0
142

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জুবা রাজ্যে মোগাদিশু বাহিনীর একটি হামলা প্রতিহত করেছে আশ-শাবাব মুজাহিদিনরা। এতে মোগাদিশু সরকারি বাহিনীর ১৯ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ রবিবার, সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় জুবা রাজ্যের কিসমায়ো শহরের উপকন্ঠে একটি এলাকায় হামলা চালানোর চেষ্টা করে পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারি বাহিনী। রাজ্যটিতে মুজাহিদ বাহিনী হারাকাতুশ শাবাব নিয়ন্ত্রিত উইরকাওয়ী এলাকায় মোগাদিশু বাহিনী প্রবেশের চেষ্টা করলে উভয় বাহিনীর মাঝে তীব্র সংঘর্ষ শুরু হয়।

প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব নিশ্চিত করেছে যে, তাদের যোদ্ধারা মোগাদিশু বাহিনীর উক্ত হামলা বীরত্বের সাথে প্রতিহত করেছেন। ফলশ্রুতিতে মোগাদিশু বাহিনীর উক্ত আগ্রাসী দলের প্রধান কমান্ডার সহ ১৯ সৈন্য নিহত হয় এবং আরও ১৩ সৈন্য আহত হয়। অন্য সৈন্যদেরকে প্রতিরোধ যোদ্ধারা রাজ্যটির বাহরাসাফ এলাকা পর্যন্ত তাড়া করেন।

মোগাদিশু বাহিনী সূচনীয় এই পরাজয়ের পর পিছনে অনেক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে রেখেই পালিয়ে যায়। পরে শাবাব যোদ্ধারা সেগুলো গনিমত লাভ করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানের সমুদ্র বন্দরে ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইমারতে ইসলামিয়া প্রশাসন
পরবর্তী নিবন্ধরামাল্লায় এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান ইসরায়েলি বাহিনীর