ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৫ মার্চ, ২০২৪

0
182

জায়োনিস্ট বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১,৫৫৩ জন ফিলিস্তিনি।

গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয় বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার।

পশ্চিম তীর থেকে ২০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।

হাজার হাজার জায়োনিস্ট সৈন্য মানসিক রোগে ভুগছে। ১৯৭৩ সালের পর এখনই সবচেয়ে বেশি মানসিক রোগে আক্রান্ত হচ্ছে জায়োনিস্ট সৈন্যরা।

গাজায় দুই বছরের কম বয়সী ৩১ শতাংশ শিশুই অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ।

মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনীর হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

রবিবার থেকে কাতারে আবারও হামাস ও জায়োনিস্ট ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে আলোচনা হতে পারে।

ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে জায়োনিস্ট ইসরায়েল।

• ১৫ই মার্চ জায়োনিস বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻আল-জাহরা শহরে জায়োনিস্ট বাহিনীর ৫টি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন।

🔻 আল-জাহরা শহরে ৪ সদস্যের একদল জায়োনিস্ট পদাতিক বাহিনী বাড়িতে বাড়িতে বিস্ফোরক ডিভাইস নিয়ে যাচ্ছিল। এসময় মুজাহিদগণ তাদের উপর একটি দুর্গবিধ্বংসী রকেট হামলা চালিয়েছেন।

🔻 খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর একটি এপিসি এবং আরেকটি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ এবং তানডেম রকেট দিয়ে হামলা চালিয়েছেন।

🔻 খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর পদাতিক সৈন্যদের বহন করে নিয়ে চলা একটি এপিসিতে শোয়াথ বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এসময় ট্যাংকের পাশে টিবিজি রকেট দিয়েও হামলা করেছেন।

আল-কুদুস ব্রিগেড:

🔻 সেদেরত এবং গাজায় জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।

🔻 মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ভারী মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 আল-জাহরা শহরে জায়োনিস্ট বাহিনীর দুটি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।

উমার আল-কাসিম বাহিনী:

🔻 জুহর আল দিকের উত্তরপূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও ৩৬টি সামরিক যান মেরামত করেছে আফগানিস্তানের বিশেষ সামরিক ব্রিগেড
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে শাবাব কর্তৃক এসওয়াইএল হোটেল অবরোধের ১৭ ঘন্টা