• জায়োনিস্ট বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩১,৫৫৩ জন ফিলিস্তিনি।
• গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয় বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার।
• পশ্চিম তীর থেকে ২০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।
• হাজার হাজার জায়োনিস্ট সৈন্য মানসিক রোগে ভুগছে। ১৯৭৩ সালের পর এখনই সবচেয়ে বেশি মানসিক রোগে আক্রান্ত হচ্ছে জায়োনিস্ট সৈন্যরা।
• গাজায় দুই বছরের কম বয়সী ৩১ শতাংশ শিশুই অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ।
• মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনীর হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।
• রবিবার থেকে কাতারে আবারও হামাস ও জায়োনিস্ট ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে আলোচনা হতে পারে।
• ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে জায়োনিস্ট ইসরায়েল।
• ১৫ই মার্চ জায়োনিস বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:
আল-কাসসাম ব্রিগেড:
🔻আল-জাহরা শহরে জায়োনিস্ট বাহিনীর ৫টি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 আল-জাহরা শহরে ৪ সদস্যের একদল জায়োনিস্ট পদাতিক বাহিনী বাড়িতে বাড়িতে বিস্ফোরক ডিভাইস নিয়ে যাচ্ছিল। এসময় মুজাহিদগণ তাদের উপর একটি দুর্গবিধ্বংসী রকেট হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর একটি এপিসি এবং আরেকটি মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ এবং তানডেম রকেট দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের হামাদ শহরে জায়োনিস্ট বাহিনীর পদাতিক সৈন্যদের বহন করে নিয়ে চলা একটি এপিসিতে শোয়াথ বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এসময় ট্যাংকের পাশে টিবিজি রকেট দিয়েও হামলা করেছেন।
আল-কুদুস ব্রিগেড:
🔻 সেদেরত এবং গাজায় জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
🔻 মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 মধ্য গাজার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ভারী মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻 আল-জাহরা শহরে জায়োনিস্ট বাহিনীর দুটি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
উমার আল-কাসিম বাহিনী:
🔻 জুহর আল দিকের উত্তরপূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।