ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৬ মার্চ, ২০২৪

0
122

কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দোহায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চলছে। যদিও এর আগে বলা হয়েছিল ইসরায়েলি প্রতিনিধি দল কাতার ত্যাগ করেছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

দক্ষিণ গাজায় আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে বোমা হামলা করেছে জায়োনিস্ট ইসরায়েল। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,৪১৪ জন ফিলিস্তিনি।

• ২৬শে মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 খান ইউনিসের পশ্চিমে আল-আমাল এলাকায় ২টি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে তানডেম রকেট দিয়ে হামলা চালিয়েছেন। এতে একটি মারকাভা ট্যাংক সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে পুড়ে গেছে।

🔻 গাজা শহরের তাল আল-হাওয়ার পশ্চিমে রশিদ স্ট্রিটে একটি জায়োনিস্ট সামরিক জীপে ইয়াসিন ১০৫ রকেট দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদগণ।

🔻 তাল আল-হাওয়ার পশ্চিমে রশিদ স্ট্রিটে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।

আল-কুদুস ব্রিগেড:

🔻 গাজা শহরের পশ্চিমে আল-শিফা হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে তানডেম রকেট দিয়ে হামলা চালিয়েছেন।

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 বালাতা ক্যাম্পে অভিযান চালাচ্ছিল জায়োনিস্ট বাহিনীর একদল পদাতিক সৈন্য। এদেরকে অ্যাম্বুশের ফাঁদে ফেলে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন যোদ্ধারা। কিছু বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন। এতে কতিপয় শত্রুসৈন্য সুনিশ্চিত হতাহতের শিকার হয়েছে।

🔻 উত্তর গাজার বেইত হানুন শহরের আকাশে জায়োনিস্ট বাহিনীর স্কাইলার্ক ড্রোন-৭৭৩ ভূপাতিত করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

🔻 খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 উত্তর গাজার বেইত হানুনের পূর্বাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 আল-শিফা হাসপাতালের আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 দেইর আল-বালাহের দক্ষিণে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।

উমার আল-কাসিম বাহিনী:

🔻 জায়োনিস্ট বাহিনীর ‘সুফা’ সামরিক অবস্থানের কাছে জায়োনিস্ট সামরিক যানকে লক্ষ্য করে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আরও দুই হাসপাতাল ঘিরে ইসরায়েলের হামলা
পরবর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-১৪।। নিফাকির ভয়।।