ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৯ মার্চ, ২০২৪

0
160

ইসরায়েলকে আরও ২.৫ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দিতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দখলীকৃত পশ্চিম তীরে বর্বরোচিত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এবার ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি বালককে হত্যা করেছে জায়োনিস্টরা। আরও কয়েকজনকে আহত করেছে।

জর্ডানে আরও একবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। এসময় তারা ইসরায়েলের সাথে জর্ডানের যে শান্তি চুক্তি আছে, সেই চুক্তির সমাপ্তি টানার আহ্বান জানান।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এক সশস্ত্র ব্যক্তিকে ইসরায়েলি গোয়েন্দা সন্দেহে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,৭০৫ জন ফিলিস্তিনি।

• জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে ২৯শে মার্চ প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল- কাসসাম ব্রিগেড:

🔻 খান ইউনিসের পশ্চিমে নাসের হাসপাতালের কাছে একটি বাড়িতে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। তাদের উপর টিবিজি দুর্গবিধ্বংসী গোলা নিক্ষেপ করেছেন।

🔻 গাজা শহরের দক্ষিণে তাল আল-হাওয়া এলাকায় শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি মারকাভা ৪ ট্যাংক ধ্বংস করা হয়েছে।

🔻 আল-শিফা কমপ্লেক্সের আশপাশে ২টি ইসরায়েলি মারকাভা-৩ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করেছেন।

🔻 আল-শিফা হাসপাতালের পাশে একটি বাড়িতে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। তাদের উপর অ্যান্টি পার্সনেল শেল দিয়ে হামলা করেছেন। তীব্র গুলিবর্ষণও চলেছে উভয়পক্ষে। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

🔻 আল-শিফা হাসপাতালের দিকে অগ্রসরমান জায়োনিস্ট সৈন্য ও গাড়িতে মর্টারশেল হামলা করেছেন।

আল-কুদুস ব্রিগেড:

🔻 গাজা শহরের আল-শিফা হাসপাতালের পাশে জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর ৬ পদাতিক সৈন্যকে অ্যাম্বুশের শিকার বানিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। শত্রুসৈন্যরা এসময় হতাহত হয়েছে।

🔻 খান ইউনিসের পশ্চিমে আল-আককাদ এলাকায় আরপিজি দিয়ে জায়োনিস্ট সামরিক যানে হামলা করা হয়েছে।

🔻 খান ইউনিসের আল-আমাল এলাকায় তানডেম রকেট দিয়ে একটি জায়োনিস্ট সামরিক যানে হামলা করা হয়েছে।

🔻 উমার আল-কাসিম ব্রিগেডের সাথে এক যৌথ অভিযানে গাজায় জায়োনিস্ট অবস্থানে রকেট হামলা করেছেন।

🔻 ফিলিস্তিনের মধ্য প্রদেশের পূর্বে জায়োনিস্ট আর্টিলারি সৈন্যদের অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

আল-আকসা শহীদি ব্রিগেড:

🔻 গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করেছেন।

🔻 আল-শিফা হাসপাতালের পাশে জায়োনিস্ট সৈন্য এবং সামরিক যানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 খান ইউনিসের উত্তরপূর্বে কারারা এলাকায় একটি অ্যান্টি ট্যাংক গোলা দিয়ে একটি ইসরায়েলি এপিসিতে হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলে যুদ্ধ সরঞ্জাম রপ্তানি করেছে তুরস্ক
পরবর্তী নিবন্ধসিরিয়ার আলেপ্পোয় ইসরায়েলের হামলায় নিহত ৩৬