যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষী ঘটনা বিশেষকরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা রেকর্ড হারে বেড়েছে। গতবছর থেকে শুরু হয়েছে এই প্রবণতা। এর নেপথ্যে ছিল মূলত ইসলাম বিদ্বেষ ও বছরের শেষ দিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ঘিরে সৃষ্ট পশ্চিমা পক্ষপাত। গত মঙ্গলবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রে কাজ করা পরামর্শক প্রতিষ্ঠান ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস’ (সিএআইআর) এ তথ্য জানায়।
সিএআইআরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ইসলাম-বিদ্বেষ সংক্রান্ত মোট ৮ হাজার ৬১টি ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের তুলনায় ৫৬ শতাংশ বেশি। এমনকি গত ৩০ বছরের ইতিহাসে এ সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর থেকে প্রায় ৩ হাজার ৬০০টি ঘটনা ঘটেছে। এবং এ সময়ের মধ্যে দেশটিতে ছয় বছরের এক ফিলিস্তিনি শিশুকে ছুরিকাঘাতে হত্যা ও তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করার ঘটনা ঘটেছে।
সিএআইআর আরও জানায়, গত ২০২২ সালে আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো ইসলামবিদ্বেষের ঘটনা কমে। কিন্তু ২০২৩ সালেই তা আবারও বাড়তে থাকে। এবং গত বছরের প্রথম ৯ মাসের প্রতি মাসে গড়ে ৫শর মতো এ ধরনের ঘটনা ঘটেছে। তবে শেষের তিন মাসে তা আরও অনেক বেড়ে যায়। এ সময় প্রতি মাসে গড়ে ১২০০
মতো করে ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র:
1. US anti-Muslim incidents hit record high in 2023 due to Israel-Gaza war
– https://tinyurl.com/2nzxmwwm