ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ এপ্রিল, ২০২৪

0
224

গাজা শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

দখলীকৃত পশ্চিম তীরের আল-মুগাইয়ির শহরে জায়োনিস্ট বাহিনী আগ্রাসন চালিয়েছে। এতে ১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

বার্লিনে ফিলিস্তিন বিষয়ক কনফারেন্সের সময় বাধার সৃষ্টি করেছে জার্মান বাহিনী।

গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৬৩৪ জন ফিলিস্তিনি।

দখলীকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

কালকিলিয়াতে জায়োনিস্ট বাহিনীর গাড়ি এবং সৈন্যদের বিরুদ্ধে হালকা যুদ্ধাস্ত্র এবং বিস্ফোরক ডিভাইস নিয়ে তীব্র সংঘর্ষে জড়িয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

তুবাসেও জায়োনিস্ট বাহিনীর মোকাবেলা করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

নুসেইরাতের উত্তরে মালিক মিলিটারি সাইটে জায়োনিস্ট বাহিনীর ৩টি মারকাভা ট্যাংক এবং ২টি ডি৯ বুলডোজারকে ফাঁদে ফেলেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। এসময় তাদের উপর মাইনফিল্ড ও ছাকেব ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। জায়োনিস্ট হেলিকপ্টার এসে হতাহত সৈন্যদের উদ্ধার করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্য দিবালোকে বাংলাদেশে ঢুকে দুই রাখালকে গুলি করলো ভারতের বিএসএফ বাহিনী
পরবর্তী নিবন্ধইসলামি শরীয়ার আলোকে ৭টি নতুন আইন অনুমোদন করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান