• নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালিয়েছে ৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা উত্তর গাজায় নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। এসময়ও তাদের উপর গুলিবর্ষণ করেছে জায়োনিস্ট বাহিনী।
• দখলদার ইসরায়েলিরা (ইসরায়েলের কথিত সাধারণ নাগরিকরা) দখলীকৃত পশ্চিম তীরে শুক্রবার থেকে এখন পর্যন্ত ৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৬৫ জনকে আহত করেছে।
• ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে বর্বর আগ্রাসন চালিয়েছে আমেরিকান-ব্রিটিশ যুদ্ধবিমান।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৭২৯ জন ফিলিস্তিনি।
• নুসেইরাত শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনীর মোকাবেলায় তীব্র যুদ্ধ করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
• নুসেইরাতে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• রামাল্লার কাছে সিনজিতে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা করেছেন আল-আসিফাহ বাহিনী। এতে এক জায়োনিস্ট সৈন্য আহত হয়েছে।