পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া ও কেনিয়ায় ইসলাম বিরোধী সামরিক বাহিনীগুলোর বিরুদ্ধে ঈদ উপলক্ষে অভিযানের পরিধি কিছুটা সীমিত করেছে ইসলামি প্রতিরোধ বাহিনী আশ-শাবাব। গত এক সপ্তাহে দেশ ২টিতে কেবলমাত্র ২৫টি হামলার তথ্য নথিভুক্ত করেছে দলটি, যা ঈদ পূর্ব সপ্তাহগুলোতে শাবাবের পরিচালিত অভিযানের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম।
শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত শাবাবের পরিচালিত ২৫টি অভিযানের ৭টিতেই অন্তত ১৩ শত্রু সৈন্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ বুরুন্ডিয়ান এবং ৪ কেনিয়ান সেনাও রয়েছে বলে জানা যায়।
এছাড়াও মুজাহিদদের এই হামলাগুলোতে ১ সেনা বন্দী সহ আরও ৯ শত্রু সেনা আহত হয়েছে।
হারাকাতুশ শাবাব আল-মুজাহিদদের পরিচালিত বাকি ১৬টি অভিযানেও অনেক শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে জানা যায়। তবে অভিযানগুলো শত্রু নিয়ন্ত্রিত অঞ্চলে হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় নি।