• ইউনিসেফ বলেছে, গাজার তিন ভাগের দুই ভাগ বাড়িঘর ধ্বংস করা হয়েছে।
• এই সপ্তাহে প্রথমবারের মতো খাবারের বহর উত্তর গাজায় প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।
• গাজার রাফায় হামলা চালিয়ে ৫ শিশুসহ ১১ জনকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• নুসেইরাত শরণার্থী শিবির থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছে জায়োনিস্ট বাহিনী। তবে সেখান থেকে যাওয়ার আগে শরণার্থী শিবিরটিকে ধ্বংসস্তুপে পরিণত করে গেছে।
• ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৯৭০ জন ফিলিস্তিনি।
• দখলীকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে জায়োনিস্ট বাহিনী।
• ইসরায়েলের সাথে প্রজেক্ট নিম্বাস নামে ১.২ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে গুগল। এই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন গুগলের অনেক কর্মকর্তা-কর্মচারী।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• মধ্য গাজার আল-মুগরাকা এলাকায় জায়োনিস্ট ইঞ্জিনিয়ারিং বাহিনীর উপর দুটি ববি-ট্র্যাপ টানেল বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।
• আল-মুগরাকা এলাকায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর বাড়িতে মাইনফিল্ড বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে কতিপয় জায়োনিস্ট বাহন ধ্বংস হয়েছে এবং শত্রুসৈন্যরা হতাহত হয়েছে।