• ইরানের ইসফাহানে ড্রোন দিয়ে হামলার চেষ্টা হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ধ্বংস করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া। মার্কিন মিডিয়া মার্কিন কর্মকর্তাদের নাম উল্লেখ না করে জানিয়েছে যে, ইরানে এই হামলাগুলো চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই নিয়ে কোনো অফিসিয়াল মন্তব্য করা হয়নি।
• রাত ৩টার দিকে সিরিয়াতেও হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৪০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন ।
• পশ্চিম তীরের তুলকারেমে জায়োনিস্ট বাহিনীর বিভিন্ন অবস্থানে তীব্র গুলিবর্ষণ করেছেন আল কুদুস ব্রিগেড এবং আল আকসা শহীদি ব্রিগেড।
• দখলীকৃত উত্তর ফিলিস্তিনের ইরওনে একটি দখলদার বাড়িতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। এতে ঐ ভবনে আগুন ধরে গেছে বলে জানিয়েছে জায়োনিস্ট সূত্র।
• পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে তীব্র গুলিবর্ষণ করেছেন আল কুদুস ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ভারী মর্টারশেল হামলা চালিয়েছেন আল আকসা শহীদি ব্রিগেড।