• রাফাতে রাতব্যাপী বোমা হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জনই শিশু।
• রাফায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। তার মৃত্যুর পর বাচ্চাটির জন্ম হয়েছে। রাফার আল-হেলাল হাসপাতালে তাকে ইনকিউবেটরে রাখা হয়েছে।
• দখলদার ইসরায়েলি বাহিনীর প্রতি মাসে সামরিক ব্যয় ২০২৩ সাল শেষে দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। এখন তারা সামরিক খাতে প্রতি মাসে ৪.৭ বিলিয়ন ডলার ব্যয় করছে।
• খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণের দুটি গণকবরে ১৯০টি লাশ পাওয়া গেছে।
• জর্ডান থেকে গাজার দিকে ত্রাণবাহী ট্রাক যাওয়ার খবর শুনে ট্রাকগুলোর পথ আটকে রেখেছে জায়োনিস্ট দখলদাররা।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,০৯৭ জন ফিলিস্তিনি।
• তুবাসের কাছে হামরা চেকপয়েন্টে জায়োনিস্ট বাহিনীর উপর ছুরি নিয়ে হামলা করার অভিযোগ তুলে এক ফিলিস্তিনী তরুণীর উপর গুলি চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।
• পশ্চিম তীরে কয়েক ঘণ্টার মধ্যে জায়োনিস্ট বাহিনীর উপর ৫টি গুলিবর্ষণ অপারেশন পরিচালনা করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• জেনিনের কাছে একটি দখলদার বাড়ি প্রতিরোধ যোদ্ধাদের গুলিবর্ষণে ধ্বংস হয়েছে।
• পশ্চিম তীরের জেনিনে দখলদারদের ৫টি অবস্থানে গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।
• আল-কাসসাম ব্রিগেডের লেবানন শাখা দক্ষিণ লেবানন থেকে দখলীকৃত ফিলিস্তিনের উত্তরে আল-জলিলে ‘শৌমেরা সামরিক ঘাঁটি’তে জায়োনিস্ট বাহিনীর উপর ২০টি গ্র্যাড রকেট নিক্ষেপ করেছেন।
• তুলকারেমে নূর শামস ক্যাম্পের আল-দামজ এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা।
• আজ সকালে হুয়ারা সামরিক চেকপয়েন্টে জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের নাবলুস শাখা। আজকে ভোরে বুরকা গ্রামে জায়োনিস্ট বাহিনীর সামরিক যানের উপর বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন তারা।
• মেরাভ দখলদার বসতিতে তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• জেনিনের উপকণ্ঠে জালবুন গ্রামে জায়োনিস্ট পদাতিক বাহিনীর মাঝে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• রামাল্লার কাছে বেইত সিরা সামরিক চেকপয়েন্টেও জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• তুলকারেমের প্রবেশমুখে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধে জড়িয়েছেন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা।