ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২১ এপ্রিল, ২০২৪

0
59

রাফাতে রাতব্যাপী বোমা হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জনই শিশু।

রাফায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। তার মৃত্যুর পর বাচ্চাটির জন্ম হয়েছে। রাফার আল-হেলাল হাসপাতালে তাকে ইনকিউবেটরে রাখা হয়েছে।

দখলদার ইসরায়েলি বাহিনীর প্রতি মাসে সামরিক ব্যয় ২০২৩ সাল শেষে দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। এখন তারা সামরিক খাতে প্রতি মাসে ৪.৭ বিলিয়ন ডলার ব্যয় করছে।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণের দুটি গণকবরে ১৯০টি লাশ পাওয়া গেছে।

জর্ডান থেকে গাজার দিকে ত্রাণবাহী ট্রাক যাওয়ার খবর শুনে ট্রাকগুলোর পথ আটকে রেখেছে জায়োনিস্ট দখলদাররা।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,০৯৭ জন ফিলিস্তিনি।

তুবাসের কাছে হামরা চেকপয়েন্টে জায়োনিস্ট বাহিনীর উপর ছুরি নিয়ে হামলা করার অভিযোগ তুলে এক ফিলিস্তিনী তরুণীর উপর গুলি চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।

পশ্চিম তীরে কয়েক ঘণ্টার মধ্যে জায়োনিস্ট বাহিনীর উপর ৫টি গুলিবর্ষণ অপারেশন পরিচালনা করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

জেনিনের কাছে একটি দখলদার বাড়ি প্রতিরোধ যোদ্ধাদের গুলিবর্ষণে ধ্বংস হয়েছে।

পশ্চিম তীরের জেনিনে দখলদারদের ৫টি অবস্থানে গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।

আল-কাসসাম ব্রিগেডের লেবানন শাখা দক্ষিণ লেবানন থেকে দখলীকৃত ফিলিস্তিনের উত্তরে আল-জলিলে ‘শৌমেরা সামরিক ঘাঁটি’তে জায়োনিস্ট বাহিনীর উপর ২০টি গ্র্যাড রকেট নিক্ষেপ করেছেন।

তুলকারেমে নূর শামস ক্যাম্পের আল-দামজ এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা।

আজ সকালে হুয়ারা সামরিক চেকপয়েন্টে জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের নাবলুস শাখা। আজকে ভোরে বুরকা গ্রামে জায়োনিস্ট বাহিনীর সামরিক যানের উপর বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন তারা।

মেরাভ দখলদার বসতিতে তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

জেনিনের উপকণ্ঠে জালবুন গ্রামে জায়োনিস্ট পদাতিক বাহিনীর মাঝে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

রামাল্লার কাছে বেইত সিরা সামরিক চেকপয়েন্টেও জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

তুলকারেমের প্রবেশমুখে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধে জড়িয়েছেন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ৩০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধজনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান