কুমিল্লা সীমান্তে আরেক বাংলাদেশিকে গুলি করলো ভারতীয় বাহিনী

0
86

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের পর এবার কুমিল্লার সীমান্ত এলাকায় বিল্লাল হোসেন (২৬) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
গত সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহম্মদের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

ঘটনার পর গুরুতর আহত বিল্লালকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আহত বিল্লাল হোসেন ভারত থেকে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠা-নামার শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তার শরীরে ৩০টির মতো ছররা (ছোট গুলি) গুলি লাগে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আবু হাসান জানান, ছররা গুলিতে আহত বিল্লালের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী সময়ে তার চোখের অপারেশন করতে হবে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, গুলিতে আহত ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। সীমান্তের ঘটনা সম্পর্কে বিজিবি বলতে পারবে।

এ বিষয়ে বিজিবির বুড়িচংয়ের সংকুচাইল বিওপির কমান্ডার ফারুক কামাল বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারব না।

এর আগে একইদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসান মিয়া (২৫) নামে আরো এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


তথ্যসূত্র:
১. কুমিল্লা সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি
https://tinyurl.com/yptf9trh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিম্নমানের ২২টি তেল ট্যাংকার ফেরত পাঠালো ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধদীর্ঘ ১৪ বছর পর পূর্ণতায় পৌঁছেছে আফগানিস্তানের শাহ ওয়া আরুস বাঁধ