দখলকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসন চলছেই। সেখানে গত এক মাসে (এপ্রিল) এক কিশোরসহ ৮ জন মুসলিমকে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। কাশ্মীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে হিন্দুত্ববাদী ভারতের সেনাবাহিনী।
গত ১ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাশ্মীর মিডিয়া সার্ভিস। এসকল অভিযানের সময় অনেক বাড়িঘরে তল্লাশির নামে ভাঙচুর ও নিপীড়ন চালিয়েছে দখলদার সেনারা।
প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে আরও ২০৫ জন কাশ্মীরি মুসলিমকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ, তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিও রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং জননিরাপত্তা আইন (পিএসএ) সহ কালো আইনের অধীনে মামলা দিয়েছে পুলিশ।
উল্লেখ্য যে, ভারতীয় বাহিনী অধিকৃত কাশ্মীরে সাত দশকেরও বেশি সময় ধরে নিরপরাধ কাশ্মীরিদের নিপীড়ন করে চলেছে। এবং ১৯৮৯ সালের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৬,৩০০ জনেরও বেশি মুসলিমকে হত্যা করেছে তারা। একই সময় অসংখ্য মুসলিমকে করেছে পঙ্গু, অসংখ্য নারীকে ধর্ষণও করেছে।
তথ্যসূত্র:
1. Indian troops martyr 8 Kashmiris in April
– https://tinyurl.com/vfjze3ku