ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ মে, ২০২৪

0
137

রাফায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। এখন সেই রাফাতেও বর্বর স্থল আগ্রাসন চালাচ্ছে জায়োনিস্ট ইসরায়েল। দখলদার বাহিনী ফিলিস্তিনিদেরকে রাফা ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

দখলদার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে দখলদার ইসরায়েলিরা। বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনতে চুক্তি সম্পন্ন করার দাবিতে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে তারা।

গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৯৭১ জন ফিলিস্তিনি।

পশ্চিম তীর থেকে অন্তত ১০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট ইসরায়েল।

উত্তর গাজার সকল হাসপাতাল নিষ্ক্রিয় বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।

রাফায় হামলা চালিয়ে ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের বেশিরভাগই শিশু।

মধ্য ও উত্তর গাজায় জায়োনিস্ট ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেইর আল-বালাহতে ৯ জন এবং গাজা শহরে ১০ জন নিহত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে।

আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে ৩টি গণকবর থেকে ৮০টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

রাফা ক্রসিংয়ের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি সৈন্যবাহী গাড়িকে ইয়াসিন ১০৫ দিয়ে ধ্বংস করেছেন আল-কাসসাম ব্রিগেড।

আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, ৫১ বছর বয়সী ব্রিটিশ নাগরিকত্বধারী বন্দী নাদাভ বুবলাবেল মাসখানেক আগে জায়োনিস্ট বাহিনীর বিমান হামলায় আহত হয়েছিল। এখন সে মারা গেছে। তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলেও জায়োনিস্ট বাহিনীর আগ্রাসনের কারণে গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হওয়ায় তাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া যায়নি।

গাজা শহরের আল-জায়তুন এলাকায় একটি জায়োনিস্ট মারকাভা ৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।

রাফা ক্রসিংয়ে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফার পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা করেছেন আল-কুদুস ব্রিগেড।

রাফার পূর্বে বিমানবন্দরের উপকণ্ঠে এবং উম্মে রায়েদ এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা করেছেন আল-কুদুস ব্রিগেড।

উত্তর গাজায় আল-কুদুস ব্রিগেড জায়োনিস্ট বাহিনীকে অ্যাম্বুশ হামলার শিকার বানিয়েছেন। এতে ৫ জায়োনিস্ট সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় এক মাসে আল-কায়েদার অভিযানে অন্তত ১৩০ সেনা নিহত
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে পূর্ব আফ্রিকায় আশ-শাবাবের ১৮ অভিযান