ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৬ জুন, ২০২৪

1
131

জায়োনিস্ট ইসরায়েল এখন জরুরি প্রয়োজনের স্বার্থে তাদের অবরসপ্রাপ্ত বয়স্ক রিজার্ভ সৈন্যদের নিয়ে একটি সেনা ডিভিশন গঠন করছে।

দক্ষিণ ও মধ্য গাজায় জায়োনিস্ট হামলায় নিহতদের মধ্যে ৫ জনের অধিক শিশু।

জায়োনিস্ট সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ভাবছে!

গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর ১৯৩ জন কর্মীকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।

গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৩৪৭ জন ফিলিস্তিনি।

রাফার তাল আল-সুলতান পাড়ার দক্ষিণে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

বালাতা ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

ঈদের দিন সকালে নেতজারিমে জায়োনিস্ট শত্রুদের অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আল আকসা শহীদি ব্রিগেড।

নেতজারিমের কমান্ড ও কন্ট্রোল রুমেও মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

সুফা সামরিক অবস্থানে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

রাফার পশ্চিমে সৌদি পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের উপর অতর্কিত হামলা চালিয়েছেন আল কুদুস ব্রিগেড। এসময় জায়োনিস্ট সৈন্যদের একটি সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। এতে শত্রুসৈন্যরা নিহত ও আহত হয়েছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঈদ-উল-আযহা উপলক্ষে ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমিরের অভিনন্দন বার্তা
পরবর্তী নিবন্ধলেবাননে মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা