২০ বছরের অধিক সময় ধরে আমেরিকার হাতে বন্দী ড. আফিয়া সিদ্দিকী। অন্ধকার কারাপ্রকোষ্ঠে নির্জনে নিপীড়নের শিকার হচ্ছেন এই মুসলিম নারী। বহুদিন যাবৎ তাঁর কোনো খোঁজই পাওয়া যায়নি। তিনি জীবিত না-কি মৃত—সেই খবর নিয়েও তৈরি হয়েছিলো ধোঁয়াশা। কিছুদিন আগে আফিয়া সিদ্দিকীর পরিবার আমেরিকার কারাগারে তাঁর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্যাতিত মুসলিম নারী ড. আফিয়া সিদ্দিকীর কাছে চিঠি পাঠানোর কর্মসূচি ঘোষণা করেছে কেজ ইন্টারন্যাশনাল (CAGE International)। ২৬শে জুন (বুধবার) নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেন তাঁরা।
বার্তাটিতে আফিয়া সিদ্দিকীর কাছে চিঠি লিখতে উৎসাহিত করে বলা হয়, আফিয়া সিদ্দিকীকে জানিয়ে দিন যে, তিনি একা নন। আপনিও তাঁর পাশে আছেন।
আফিয়া সিদ্দিকীর কাছে চিঠি লিখে পাঠানোর জন্য একটি ইমেইল এড্রেস দেয়া হয়েছে। ইমেইল আইডিতে চিঠি পাঠিয়ে ব্রিটিশ আইনজীবী ক্লিভ স্ট্যাফোর্ড স্মিথের মেইল আইডিকেও একই ইমেইলে cc তে সংযুক্ত করে দিতে বলা হয়েছে। ক্লিভ স্ট্যাফোর্ড স্মিথ ড. আফিয়া সিদ্দিকীর মামলাটি লড়ছেন এবং তাঁর সাথে সাক্ষাতও করেছেন। যেসব মেইল উপরোক্ত এড্রেসে পাঠানো হবে সেই ইমেইলগুলো আফিয়া সিদ্দিকীর কাছে পৌঁছেছে কি না, তা ক্লিভ স্ট্যাফোর্ড স্মিথ নিশ্চিত করবেন বলে জানানো হয়েছে।
যেভাবে ইমেইলটি করতে হবে-
যে ইমেইলে এড্রেসে চিঠি পাঠাতে হবে – [email protected]
ইমেইলের cc তে যে এড্রেস যুক্ত করতে হবে – [email protected]
তথ্যসূত্র:
১. Write to Aafia & Let her know she isn’t alone – https://tinyurl.com/msfha8h3
যখনি আপনার নামটি পড়ি, সামনে আসে চোখে জল চলে আসে। আল্রাহ আপনার সহায় হোন। আমিন।
হে প্রিয় বোন, আল্লাহ তায়ালা আপনাকেসহ সকল বন্ধিদের মুক্তি সহজ করুন, আমিন।
শুনা যাচ্ছে আফিয়া সিদ্দিকী নাকি মুক্তি পেয়েছন।
মুক্তি পাওয়ার খবরের সোর্স কি ভাই? আফিয়া সিদ্দিকীর পরিবারের পক্ষ থেকে কনফার্ম হওয়ার আগ পর্যন্ত কোন দিকের কথায় কান দিয়ে লাভ নেই