গাজায় ইসরাইলী বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত

0
38

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২৫ জুন, মঙ্গলবার ভোরে শহরটির তিনটি পৃথক স্থানে এই হামলা হয়েছে।

গাজার একটি স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

গাজা শহরের আল-দারাজ এলাকার আবদেল-ফানাহ হামমুদ স্কুলে চালানো এক হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫ জন নিহত হয়েছেন।

আল জাজিরা বলছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা পরে জানিয়েছে, ওই হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৬২৬ জনে পৌঁছেছে। চলমান এই আগ্রাসনে আরও ৮৬ হাজার ৯৮ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1.Israeli air strikes kill dozens of Palestinian civilians across Gaza
-https://tinyurl.com/ycxrcy2f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধড. আফিয়া সিদ্দিকীর কাছে চিঠি লেখার আহবান
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || জুন ৩য় সপ্তাহ, ২০২৪ঈসায়ী ||