ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (শিল্প এলাকা) সংক্রান্ত আইন অনুমোদন করেছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আমির শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। এই আইনের আওতায় শিল্পকারখানা স্থাপনের জন্য বেসরকারি খাতকে জমি বরাদ্দ করা হবে।
ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন জায়গায় শিল্পকারখানা স্থাপনের জন্য প্রায় ৬০০টি আবেদন অমীমাংসিত অবস্থায় রয়েছে। এই সকল আবেদনের প্রেক্ষিতে অনুমোদিত আইনের মাধ্যমে শীঘ্রই জমি বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। বিগত ২৪ জুন ‘বেসরকারি খাতের চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধা’ বিষয়ক এক সেমিনারে এই তথ্যগুলো প্রদান করেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ।
এছাড়া প্রায় ১০০০টি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের ঘোষণা করেছেন মাননীয় বাণিজ্যমন্ত্রী। তিনি আরও জানান, আফগানিস্তান ইতোমধ্যে ১৩৩টি দেশীয় পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ব্যাংকিং সমস্যা সমাধান ও ব্যবসায়ীদের ভিসা নীতি সহজীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে সাময়িক সহায়তার পরিবর্তে মৌলিক ও দীর্ঘমেয়াদী কাজে বিনিয়োগ করতে তিনি আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য যে, কাবুলে অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র:
1. Industrial Parks Act Approved
– https://tinyurl.com/yuvp9btz
2. IEA leader approves law on industrial parks
– https://tinyurl.com/uxb2stzw
3. Private Sector Dialogue: Afghanistan Is Self-Sufficient With 133 Items
– https://tinyurl.com/3ah9ed5y