• ৮ মাস জায়োনিস্ট বাহিনীর কারাগারে কাটানোর পর মুক্তি পেয়েছেন আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া। তিনি আল-জাজিরাকে বলেছেন, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর রাতদিন নির্যাতন করা হয়। এমনকি ইসরায়েলের কথিত স্বাস্থ্যকর্মীরাও বন্দীদেরকে সেবা না দিয়ে বরং পেটায় বলে জানিয়েছেন তিনি।
• গাজা শহরের শুজাইয়াতে জায়োনিস্ট বাহিনীর ট্যাংকগুলো অগ্রসর হয়েছে এবং ফিলিস্তিনিদের উপর বর্বর আগ্রাসন চালাচ্ছে।
• গাজায় বিস্ফোরক খোঁজার কাজে ফিলিস্তিনি বন্দীদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে জায়োনিস্ট বাহিনী।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৮৭৭ জন ফিলিস্তিনি।
• দখলীকৃত গোলান হাইটসে জায়োনিস্ট অবস্থানে ড্রোন হামলায় ১৮ জায়োনিস্ট সৈন্য আহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী। এক সৈন্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তারা। গোলান হাইটস লেবানন সীমান্তবর্তী এলাকা।
• তাল আল হাওয়া পাড়ার দক্ষিণে একটি চেসারেত জায়োনিস্ট সৈন্যবাহী গাড়ি এবং একটি ডি৯ বুলডোজারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় দুটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড রুমে রাজুম স্বল্প দূরত্বের মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।
• গাজা শহরের তাল আল-হাওয়া পাড়ার দক্ষিণে একটি জায়োনিস্ট টাইগার ট্রুপ ক্যারিয়ারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর দুইবার মর্টারশেল হামলা চালিয়েছেন আল কাসসাম ব্রিগেড। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মিসাইল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর যৌথভাবে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড।