• হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে নিজেদের সর্বশেষ পরিকল্পনা শেয়ার করেছেন। মোসাদ জানিয়েছে, দখলদার ইসরায়েল এই প্রস্তাবটি যাচাই করে দেখছে এবং তাদের প্রতিউত্তর মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানাবে।
• খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি পাঁচতলা বিশিষ্ট ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,০১১ জন ফিলিস্তিনি।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ার কবরস্থানের কাছে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• নাবলুসে এক জায়োনিস্ট দখলদারকে স্নাইপিং করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ায় পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পে দুটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড ।
• কালকিলিয়াতে জায়োনিস্ট বাহিনীর একটি ড্রোনে গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• রাফার আল-সালাম পাড়ায় জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• শুজাইয়া পাড়ার পূর্বে আল-মুনতান হিলে অবস্থানরত জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• শুজাইয়া পাড়ার পূর্বে হাত্তিন স্কুলের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর উপর স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার কেন্দ্রে রাফা পৌর স্টেডিয়ামের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংকে ছাকিব বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড। এতে ট্যাংকটি বিধ্বস্ত হয়েছে।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় জায়োনিস্ট বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে গুলিবর্ষণ করেছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে জায়োনিস্ট বাহিনীর কতিপয় সৈন্য হতাহত হয়েছে। এদেরকে উদ্ধার করতে সেখানে হেলিকপ্টার অবতরণ করতে দেখেছেন মুজাহিদগণ।