১৪৪৫ হিজরিতে সাহেল অঞ্চলে আল-কায়েদার ৫২৫ অভিযান: অন্তত ২৪৪২ জান্তা সেনা নিহত

0
271

আল-কায়েদা ইসলামিক মাগরিব সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। সম্প্রতি দলটির অফিসিয়াল আয-যাল্লাকা মিডিয়া থেকে ১৪৪৫ হিজরি সনে সাহেল অঞ্চল জুড়ে দলটির পরিচালিত সামরিক কার্যক্রমের একটি ইনফোগ্রাফি রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

আরবি, ইংরেজি এবং ফরাসি ভাষায় উপলব্ধ ইনফোগ্রাফির রিপোর্ট অনুযায়ী, জেএনআইএম মুজাহিদগণ গত হিজরি সনে সাহেল অঞ্চলের ৩টি দেশে (বুরকিনা ফাসো, মালি ও নাইজার) অন্তত ৫২৫টি সামরিক অপারেশন পরিচালনা করছেন। এই অভিযানগুলোর মধ্যে রয়েছে ১২টি ইস্তেশহাদী অপারেশন, ১১টি ইনগিমাসী অপারেশন, ১০০ এর বেশি অ্যাম্বুশ, ২২৮ এর বেশি আইডি বিস্ফোরণ, ১৫৭টিরও বেশি টার্গেট কিলিং অপারেশন এবং ১৭ বারেরও বেশি শত্রু অবস্থানে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

মুজাহিদদের এসকল অপারেশনে সাহেল অঞ্চলের জান্তা বাহিনীগুলোর প্রায় ২৪৪২ এরও বেশি সেনা সদস্য নিহত হয়েছে। আর আহত হয়েছে আরও (অনির্দিষ্ট) অসংখ্য সৈন্য। এমনিভাবে বিভিন্ন অপারেশনের সময় মুজাহিদদের হাতে বন্দী হয়েছে আরও ৩০ সৈন্য। মুজাহিদদের পরিচালিত এই অপারেশনের সময় জান্তা বাহিনীর বিভিন্ন ধরনের অন্তত ৩৪৫টি সামরিক যান এবং ২০০ টিরও বেশি মোটরসাইকেল সহ অসংখ্য সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে।

এছাড়াও মুজাহিদগণ জান্তা বাহিনী থেকে গনিমত হিসাবে অর্জন করেছেন বিভিন্ন মডেলের ২৭৭০ টিরও বেশি মেশিনগান, ক্লাশিনকোভ ও রাইফেল। এই তালিকায় আরও রয়েছে ১৫৯টি সামরিক গাড়ি, ১৬৮টি আরপিজি, ৩৯টি মর্টার, ৯২৬টিরও বেশি মোটরসাইকেল এবং প্রচুর সংখ্যক বুলেট ও গোলাবারুদ বাক্স সহ আরও অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৫০ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধউৎপাদনে খরচ ১০ টাকা, তবু আলুর দাম ৬০-৭০ টাকা