নাইজারে সেনা ব্যারাক ও এলাকার নিয়ন্ত্রণ নিল আল-কায়েদা

0
223

আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম আফ্রিকার একাধিক দেশে বড় আকারের সামরিক অপারেশন চালাচ্ছেন। চলতি সপ্তাহে নাইজারেও হামলা চালিয়ে সামরিক ব্যারাক ও গুরত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে দলটির মুজাহিদগণ। এতে অন্তত ২৪ নাইজার সেনা নিহত এবং বহু সংখ্যক আহত ও নিখোঁজ হয়।

আয-যাল্লাকা সহ স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ এর একদল মুজাহিদ গত ২৬ আগস্ট সোমবার সকালে, নাইজারের টিলাবেরি রাজ্যে একটি বড় ধরনের সামরিক অপারেশন চালিয়েছেন। বুরকিনা ফাসোর সীমান্তে রাজ্যটির গুরত্বপূর্ণ ‘সামিরা’ নামক এলাকায় সেনাবাহিনীর একটি ব্যারাক লক্ষ্য করে উক্ত অভিযানটি চালান মুজাহিদগণ। এসময় মুজাহিদগণ ভারী ও মাঝারি অস্ত্র দিয়ে বিভিন্ন দিক থেকে ঘাঁটিতে হামলা চালালে দিকভ্রান্ত হয়ে পড়ে নাইজার সেনারা। তখন মুজাহিদদের হামলায় অন্তত ২৪ নাইজার সেনা নিহত হয়। সেই সাথে বেসের প্রধান কমান্ডার সহ আরো ডজনখানেক সৈন্য আহত হয় এবং অনেক সৈন্য নিখোঁজ হয়।

জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মিডিয়া শাখা আয-যাল্লাকা ফাউন্ডেশনের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নিশ্চিত করেছে যে, সেনাদের পলায়নের পর মুজাহিদগণ উক্ত সামরিক ব্যারাক ও এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুজাহিদগণ অভিযান শেষে সামরিক ঘাঁটি এবং যুদ্ধক্ষেত্র থেকে হালকা ও মাঝারি ধরনের অসংখ্য অস্ত্র, আরপিজি, মর্টার শেল, বুলেট বাক্স এবং গোলাবারুদ ভর্তি অনেক বাক্স গনিমত হিসাবে একত্রিত করছেন। এসময় ১৭ নাইজার সেনা সদস্যের মৃত দেহও ঘটনাস্থলের আশেপাশে পড়ে থাকতে দেখা যায়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আটক
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে শরিয়াহ আইন প্রয়োগে জাতিসংঘের উদ্বেগ, ইমারতে ইসলামিয়ার কঠোর প্রতিক্রিয়া