বাণিজ্য সম্প্রসারণে সম্মত হয়েছে আফগান-কাজাখ সরকার, ১০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

0
114

সম্প্রতি ইমারতে ইসলামিয়া সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কাজাখিস্তান সফর করেছেন। এই দলের নেতৃত্বে রয়েছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী মৌলভী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। পাশাপাশি আফগান বেসরকারি খাতের প্রতিনিধিগণ উক্ত সফরে অংশগ্রহণ করেছেন।

এতে উভয় দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। একটি এক্স পোস্টের মাধ্যমে অর্জনসমূহ তুলে ধরেছেন তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে উভয় দেশ একটি রোডম্যাপে স্বাক্ষর করেছে। এই খাতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাণিজ্য, শিল্প, খনি, জ্বালানি, লজিস্টিক, কৃষি, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, উচ্চশিক্ষা ও মানবিক সহায়তা।

কাজাখিস্তানের মধ্য দিয়ে চীন ও অন্যান্য দেশে আফগান বাণিজ্যিক পণ্য পরিবহন তুলনামূলক সহজ একটি পদ্ধতি। এক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছে কাজাখ সরকার। দেশটির খারগোস বন্দরে আফগান ব্যবসায়ীদের জন্য পৃথক লজিস্টিক সেন্টার স্থাপন করা হবে, যেটি কেবল আফগান পণ্য লোডিং-আনলোডিং এর জন্যই ব্যবহৃত হবে।

আফগানিস্তানের ৩টি রেলওয়ে প্রকল্প নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছে কাজাখ সরকার। এগুলো হল তুরগন্দি-হেরাত, কান্দাহার-স্পিন বোল্ডাক ও মাজারি শরিফ-খারলাচি রেলওয়ে প্রকল্প। হেরাত প্রদেশে একটি বাণিজ্য ও ট্রানজিট কেন্দ্র স্থাপনেও তাঁরা অংশ নেবে। পাশাপাশি কাজাখিস্তানের বিভিন্ন শহরে আফগান পণ্য বিক্রয়ের জন্য স্থায়ী প্রদর্শনী সেন্টার স্থাপনে সম্মত হয়েছে কাজাখ সরকার।

এই সফরে ১০০ মিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেছে উভয় দেশের বেসরকারি খাত। এই চুক্তির আওতায় আফগানিস্তান হতে ২ হাজার টনের অধিক শুকনো ফল, তাজা ফল ও তুলা রপ্তানিতে তাঁরা সম্মত হয়েছেন।

উক্ত সফরে আফগান পণ্যের ৩ দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উল্লেখ যে, চলতি বছরের অক্টোবরে প্রথমবারের মত কাজাখিস্তানে আনার রপ্তানি করেছে আফগানিস্তান। এই চালানে ২৩ টন আনার কান্দাহার প্রদেশ থেকে কাজাখিস্তানে প্রেরণ করা হয়েছিল।


তথ্যসূত্র:
1. Private sectors of Afghanistan, Kazakhstan sign contracts worth $100 million
– https://tinyurl.com/8zfbtu4f
2. Afghanistan, Kazakhstan sign cooperation roadmap / Kazakhstan ready to participate in three important railway projects
– https://tinyurl.com/3nze2u77

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে বয়কটের ডাক
পরবর্তী নিবন্ধগাজায় দুটি আবাসিক ভবনে হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪