আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জুলাই-শাপলা গণহত্যার বিচার দাবি

0
159

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ সাত দফা দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুর ২টায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বৈষম্যবিরোধী সচেতন খুলনাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

অন্য দাবি হলো- রাষ্ট্রপতির পদ থেকে মোঃ সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ, গণতদন্ত কমিশন গঠন করে শাপলা গণহত্যার বিচার, শাপলা ও জুলাই গণহত্যায় জড়িত কর্মকর্তাদের বিচার, সব রাষ্ট্রীয় স্থাপনা ও কার্যালয় থেকে শেখ মুজিবের নাম ও ছবি অপসারণ এবং তদন্ত কমিশন গঠন করে আওয়ামী লীগের আমলে সংঘটিত সব জুলুম, হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করা।

আয়োজক সংগঠনের সদস্য কামরুল আহসানের সভাপতিত্বে ও কাজী ইউসুফের পরিচালনায় বক্তব্য দেন ফারুক ফয়সাল, নাওয়াজিস ইসলাম, আরিফুজ্জামন নয়ন, আবদুল্লাহ আল মামুন, ওমর আদনান, রাকিবুল ইসলাম, রাকিব সৌরভ, সাজ্জাদ হোসেন রাফি, মো. তুষার, আল আমিন, হারুন অর রশিদ, ডা. আরিফ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ বছর গুম, খুন ও লুটতরাজের সাক্ষী হয়েছে বাংলাদেশের জনগণ। যাকে খুশি গুম, যাকে খুশি খুন আর মিথ্যা মামলায় ফাঁসিয়ে বছরের পর বছর হয়রানি করা হয়েছে। যাকেই ভারতের আধিপত্যের জন্য হুমকি মনে করা হয়েছে, তার ওপরেই নেমে এসেছে নিপীড়ন। আয়নাঘর, বিচারবহির্ভূত হত্যা, প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব ছিল সাধারণ ঘটনা। এসব অপকর্মকে একটা ন্যারেটিভের ওপর দাঁড় করিয়ে বৈধতা দেয়া হয়েছিল, যার নাম ‘মুজিববাদ’। এই মতবাদে বাংলাদেশকে অনেকটা শেখ মুজিবের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দেখানো হতো, যেখানে একচেটিয়া কর্তৃত্ব থাকবে মুজিব পরিবার ও তাদের চাটুকারদের হাতে। ৫ আগস্টে দ্বিতীয় স্বাধীনতার পর দেশ থেকে মুজিববাদী চেতনা উচ্ছেদ করার দাবি জানান তারা।


তথ্যসূত্র:
১. আ’লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবি
– https://tinyurl.com/4zbe49w9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দুটি আবাসিক ভবনে হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪
পরবর্তী নিবন্ধকালী পূজায় বুয়েটের হলে ‘জয় শ্রীরাম’ স্লোগান