মধ্যপ্রাচ্যে বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

0
191

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তার প্রধান মিত্র ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে। ইসরায়েল মার্কিন সমর্থনে হৃষ্টপুষ্ট হয়ে মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও গণহত্যার মতো কার্যক্রম চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন এবং সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসকারী এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান রয়েছে।

১ নভেম্বর, শুক্রবার পেন্টাগনের এক বিবৃতিতে এ ঘোষনা দেওয়া হয়।

শুক্রবার মধ্যপ্রাচ্যে আমেরিকার তরফে যে সব সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ব্যালেস্টিক মিসাইল, অধিক দূরত্বে হামলা চালাতে ব্যবহৃত বি-৫২ যুদ্ধ বিমান-সহ আরও নানান সামরিক অস্ত্র। ইজরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র মোতায়েন প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছে, ইরান বা ইরানের কোনও মিত্র দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলে হামলা চালায় তাহলে তার জবাব দেবে আমেরিকা।

দখলদার ইসরায়য়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষাব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করছে। উল্লেখ্য, আগেই ইজরায়েলের মাটিতে প্রতিরক্ষামূলক মিসাইল ‘থাড’ মোতায়েন করেছিল আমেরিকা। যা গত মাসের শেষের দিকে দেশে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে তেল আবিবে এটি মার্কিন সেনারা পরিচালনা করছে।


তথ্যসূত্র:
1. US announces new Middle East military deployments in warning to Iran
– https://tinyurl.com/3d76y8ds
2. Pentagon Announces New Deployments To Middle East In Warning To Iran
– https://tinyurl.com/ahrsuyp5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা বন্ধের দাবীতে উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সেনা কনভয় ঘিরে মুজাহিদদের পরিচালিত অভিযানে অন্তত ৩০ সেনা হতাহত