গাজা যুদ্ধ নিয়ে বিবিসির সংবাদ ছিল পক্ষপাতদুষ্ট

0
84

ফিলিস্তিনের গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসন নিয়ে বিবিসির সংবাদ পক্ষপাতদুষ্ট। সংবাদগুলোয় ইসরায়েলের পক্ষ নেওয়া হয়েছে, যা ‘যথাযথ তথ্যপ্রমাণভিত্তিক সাংবাদিকতা নয়’ বলে অভিযোগ করেছেন খোদ সংবাদমাধ্যমটিরই শতাধিক কর্মী। ১ নভেম্বর, শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও সিইও ডেবোরা টার্নেসকে পাঠানো এক চিঠিতে তারা এসব অভিযোগ করেন। খবর আলজাজিরার।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে শতাধিক বেনামি বিবিসি কর্মী, বিভিন্ন গণমাধ্যমের দুই শতাধিক কর্মী ও ইতিহাসবিদ, অভিনেতা, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ রয়েছেন। এতে বলা হয়, প্রতিটি টেলিভিশন প্রতিবেদন, নিবন্ধ ও রেডিও সাক্ষাৎকার ইসরায়েলের দাবিকে শক্তভাবে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে। এগুলো পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের অমানবিক পরিস্থিতিকে আরও জটিল করেছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৩১৪ জন নিহত ও ১ লাখের বেশি মানুষ আহত হয়েছেন। স্বাক্ষরকারীরা বিবিসিকে সম্পাদকীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েল গাজায় বহিরাগত সাংবাদিকদের ঢুকতে দেয় না। চিঠিতে ২০২৩ সালের অক্টোবর পূর্ববর্তী নিয়মিত ঐতিহাসিক প্রেক্ষাপটসহ প্রতিটি সাক্ষাৎকারে ইসরায়েলি সরকার ও সামরিক প্রতিনিধিদের দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে সই করা বিবিসির একজন বর্তমান কর্মী বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে বিবিসির কভারেজের কারণে তাদের কয়েকজন সহকর্মী চাকরিও ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, আমি আমার পুরো ক্যারিয়ারে কখনো কর্মীদের এমন নিম্ন স্তরের আত্মবিশ্বাস দেখিনি। আমার অনেক সহকর্মী আছেন যারা সাম্প্রতিক মাসগুলোতে বিবিসি ছেড়েছেন, কারণ তারা বিশ্বাস করেন না ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে আমাদের প্রতিবেদন সৎ। তাই আমরা অনেকেই ভয়ের মাত্রায় পক্ষাঘাতগ্রস্ত বোধ করি।

বিবিসির আরেকজন জানিয়েছেন, ইসরায়েলের প্রতি বিবিসির দৃষ্টিভঙ্গিতে ‘বিশাল বৈষম্য’ দেখা যায়। তাই প্রতিষ্ঠানের জন্য যে কাজ করেন, তার ওপর আস্থা হারাচ্ছেন।

গাজা যুদ্ধ নিয়ে পক্ষপাতিত্বের জন্য বিবিসির সমালোচনা এবারই প্রথম নয়। এর আগেও গাজায় ইসরায়েলি যুদ্ধ নিয়ে বিবিসির প্রতিবেদনের ধাঁচ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।


তথ্যসূত্র:
1. Over 100 staff accuse BBC of bias in coverage of Israel’s war in Gaza
– https://tinyurl.com/bdpm7fkt
2.Gaza war: Over 100 BBC staff accuse broadcaster of Israel bias in coverage
– https://tinyurl.com/3454herx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় মুসলিম নারীকে খাবার দিতে অস্বীকৃতি
পরবর্তী নিবন্ধইসরায়েলি বর্বর হামলায় জাবালিয়ায় নিহত ৫০ শিশু