ভারতে এক মুসলিমকে মারধর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছে উগ্রবাদী হিন্দুরা। ভারতের অন্ধপ্রদেশের মুত্যলাম্মা মন্দিরের পাশে এই ঘটনা ঘটে। গত ০২ নভেম্বর ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মন্দিরে হামলার ভুয়া অভিযোগ তুলে লাঠিসোটা হাতে কয়েকজন যুবক তাকে মারধর করে এবং ‘জয় শ্রীরাম স্লোগান’ দিতে বাধ্য করে। পরে নিজেকে বাঁচানোর জন্য চাপে পড়ে ওই মুসলিম ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক মুসলিমকে লাঠিসোটা সহ ঘিরে ধরেছে বেশ কিছু উগ্রবাদী হিন্দু। তারা ওই মুসলিমকে মারধর করছে এবং ‘জয় শ্রীরাম স্লোগান’ দিতে বাধ্য করেছে। জীবন বাঁচানোর জন্য ওই মুসলিম বিরামহীনভাবে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে।
ওই ভিডিওতে এক পুলিশ সদস্যকে ঘটনাস্থলে দাড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু ওই পুলিশ সদস্য বাঁধা দেওয়ার কোনও চেষ্টাও করেনি।
তথ্যসূত্র:
1.AP: Muslim Man Beaten, Forced to Chant “Jai Shree Ram” by Mob Near Bhimavaram Temple
-https://tinyurl.com/5fbk6pp9
2. Video: https://x.com/HateDetectors/status/1852634419472822424