পাবলিক প্লেসে বোরখা পরিধানকে নিষিদ্ধ করে বিল পাস করলো সুইজারল্যান্ড

0
77

পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিয়ে নতুন বিল পাস করেছে সুইজারল্যান্ড। এই আইনের ফলে দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানার মুখোমুখি হতে হবে নারীদের। সম্প্রতি এমন বিল পাস করেছে দেশটি।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

০৬ অক্টোবর, বুধবার দেশটির সরকার গণমাধ্যমকে জানিয়েছে, পাবলিক স্পেসে মুখ ঢেকে রাখার বা বোরখা পরার একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এর ফলে পাবলিক প্লেসে নারীরা বোরকা বা মুখে ঢেকে রাখতে পারবেন না।

প্রতিবেদন বলা হয়, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গণভোটে দেশটির জনগণ বোরকা পরিধান নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিল। পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়।

এদিকে বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এ আইনটির কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা ২০০৯ সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং যারা এই আইনটি অমান্য করবে, তাদের এক হাজার সুইস ফ্রাংক (এক হাজার ১৪৪ ডলার) জরিমানা করা হবে, যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান।


তথ্যসূত্রঃ
1. Swiss ‘burqa ban’ to take effect from 2025
– https://tinyurl.com/ym9avust

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হলো বৃদ্ধের
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে একদিনে মৃত ৮; মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জন