ডেঙ্গুতে একদিনে মৃত ৮; মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জন

0
42

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও এক হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৬ জনে। এ সময় নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৮৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৩ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, খুলনা বিভাগে ১১০ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩৫০ জনের মধ্যে ৪৮ দশমিক ৬০ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৪০ শতাংশ নারী।


তথ্যসূত্রঃ
১.ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, ৩৫০ ছাড়ালো প্রাণহানি
– https://tinyurl.com/3ujc5mnc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবলিক প্লেসে বোরখা পরিধানকে নিষিদ্ধ করে বিল পাস করলো সুইজারল্যান্ড
পরবর্তী নিবন্ধলেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০