পাঞ্জশির প্রদেশে ১০০ হেক্টরের অধিক জমিতে বনায়ন করেছে সংশ্লিষ্ট কৃষি বিভাগ

0
69

বনভূমি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অনস্বীকার্য। তাই বনায়ন ও এর সংরক্ষণে গুরুত্বারোপ করেছে ইমারতে ইসলামিয়া সরকার।

এই সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি পাঞ্জশির প্রদেশে ১০০ হেক্টরের অধিক জমিতে বনায়নের ঘোষণা জানিয়েছেন প্রদেশটির কৃষি বিভাগ। এর আগে চলতি বছরের শুরুতে বিভিন্ন প্রজাতির ৯৮ কেজি বীজ রোপণ করেছিল প্রদেশটির কৃষি বিভাগ।

কৃষি অধিদপ্তরের প্রাদেশিক পরিচালক ক্বারি ফাযলুল্লাহ দেওবন্দ হাফিযাহুল্লাহ তথ্যসমূহ প্রদান করেছেন। এই সকল উদ্ভিদ প্রজাতির মধ্যে রয়েছে রাশিয়ান উইলো, ওক, বাদাম, আখরোট, ডালিম ও হিং। পরিবেশের সুরক্ষা ও বনায়নের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, অবৈধভাবে গাছ কাটা ও এর পাচার কঠোরভাবে নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। বনের সুরক্ষা নিশ্চিত করতে প্রদেশ ও জেলাভিত্তিক সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। বনভূমি সংরক্ষণ ও এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।


তথ্যসূত্র:
1. Panjshir’s Agriculture Directorate Leads Reforestation Initiative Across 100 Hectares
– https://tinyurl.com/4zn725b3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শেষ করেছে তরুণদের একটি দল
পরবর্তী নিবন্ধশত বছরের পুরনো ঐতিহাসিক মসজিদের মাঝে মন্দির থাকার অভিযোগে পিটিশন দায়ের; তিন ঘন্টার মাঝেই জরিপের রায় দিলো আদালত